Toyota ভারতে প্রথমবার লঞ্চ করতে চলেছে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের গাড়ি।

পেট্রোল(Petrol) ও ডিজেলের (Diesel) দাম দিন দিন বাড়ছে। ফলে সাধারণ মানুষ অনেক টাই চিন্তায় পড়েছেন। অন্যদিকে ভারত সরকার পেট্রোল এবং ডিজেলের পরিবর্তে বিকল্প রাস্তা খুঁজছেন। এ জন্য বর্তমানে বৈদ্যুতিক গাড়িগুলি উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বিকল্প হিসেবে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি (Flex Fuel Engine Technology) নিয়েও চিন্তা ভাবনা করছে সরকার। এরমধ্যে পাওয়া খবর অনুযায়ী, ভারত সরকারের উদ্যোগে ভারতে এই প্রথম ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনের গাড়ি লঞ্চ হতে চলেছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব। জাপানি অটোমেকার কোম্পানি টয়োটা (Toyota)ভারতে প্রথম লঞ্চ করতে চলেছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের গাড়ি ( first Flex-Fuel engine car in India)। মিডিয়ার সূত্রের খবর অনযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর এই গাড়িটি লঞ্চ করা হচ্ছে। গাড়িটিতে ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে। এর ফলে ইঞ্জিনটি E85 ইথানলে (Ethanol) চলতে সক্ষম হবে। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Central Minister Nitin Gadkari)। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন নিয়ে বেশ প্রচার চালাচ্ছেন। কিছুদিন আগে অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ACMA) ইভেন্টে তিনি বলেন, "তিনি সেপ্টেম্বরে ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি উন্মোচন করবেন।" তিনি আরো জানান যে, ফ্লেক্স-ফুয়েলে জ্বালানির দামও পেট্রোল ডিজেলের চেয়ে অনেক কম হবে। আসলে এটি এক ধরনের অল্টারনেটিভ এনার্জি।প্রতি লিটারে ফ্লেক্স-ফুয়েলের দাম হবে ৬০ থেকে ৬২ টাকা

তবে কি এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন জানেন কি? তাহলে বলি যে, এটি এমন একটি ইঞ্জিন যা পেট্রোল এবং মিথানলের সংমিশ্রণে চালিত হবে। এই ধরণের জ্বালানিকে নমনীয় জ্বালানি (Flex Fuel) বলা হয়। জানিয়ে রাখি যে, মিথেনাল কৃষিজাত ফসল থেকে উৎপন্ন হয়। যার ফলে এর দামও কম। এই ধরণের জ্বালানি ব্যাবহারের জন্য ইঞ্জিনে কিছুটা পরিবর্তন করতে হবে। বর্তমানে ব্রাজিল, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় এই ধরণের গাড়ি দেখতে পাওয়া যায়। সব ঠিক থাকলে, খুব শীঘ্র ভারতের রাস্তাতেও এই গাড়ি চলতে দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *