Vande Bharat: কম খরচে এবার দারুণ সুবিধা! চালু হচ্ছে জনসাধারণের জন‍্য নন-এসি বন্দে সাধারণ ট্রেন!

বন্দে ভারত! এই ট্রেনটিকে নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু ট্রেনটির ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ার জন্যে সকলে এই ট্রেনে যাত্রা করতে পারেন না। তবে এবার এই সমস্যার সমাধান আসতে চলেছে। ভারতে চালু হতে চলেছে নন-এসি বন্দে সাধারন ট্রেন। জানুন বিস্তারিত।

সাধারণ যাত্রীদের জন্য এই পরিষেবা আনছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘকাল ধরে এই প্রকল্পের উপর কাজ করছে। কিন্তু এখন একটি সম্পূর্ণ রোড ম্যাপ তৈরি হয়েছে, যার প্রধান লক্ষ্য হল জনসাধারণের দীর্ঘ ট্রেনের যাত্রাকে কম ব্যয়বহুল করে তুলতে।

জানা গেছে যে এই নন-এসি বন্দে সাধারণ ট্রেনটি তৈরি করা হবে চেন্নাইতে। প্রকল্পটিতে খরচের পরিমাণ প্রায় ৬৪ কোটি থেকে ৬৫ কোটি টাকা হবে। সম্পূর্ণ এসি বন্দে ভারত ট্রেনের তুলনায় বিনিয়োগ অনেকই কম, যার সামগ্রিক খরচ ছিল ১০০ কোটি টাকা।

জানা গেছে যে, নন-এসি বন্দে সাধারণ ট্রেনের আত্মপ্রকাশ হবে চলতি বছরের শেষের দিকে। নন-এসি বন্দে সাধারণ ট্রেনটিতে ২৪টি এলএইচবি কোচ এবং ট্রেনের উভয় প্রান্ত থেকে দুটি লোকোমোটিভ থাকবে।

ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে উভয় ইঞ্জিনের সাথে পুশ-পুল পদ্ধতি ব্যবহার করা হবে। নন-এসি বন্দে সাধারণ ট্রেনটিতে থাকবে আসনের কাছাকাছি চার্জিং পয়েন্ট, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট এবং অন্যান্য আধুনিক সুবিধা।

এছাড়াও, ট্রেনটিতে বন্দে ভারত-এর মতো একটি স্বয়ংক্রিয় দরজা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দিক থেকে, ট্রেনের প্রতিটি কোচে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকবে।

নন এসি মানে কিন্তু সুবিধার কমতি থাকবেনা এই ট্রেনে। জনগণের জন্য অবশ্যই এটি একটি খুশির খবর।

Scroll to Top