মঞ্চের মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি। ২০১২ সালে বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে হাত মেলান সহকারী পরিচালনায়। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এ সহকারী পরিচালক হয়ে বলিউডে অস্তিত্ব গড়ে তুলতে আসা ভিকি কৌশল, ২০১৫ সালে ‘মাশান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। উঠতে থাকে কেরিয়ারের গ্রাফ। ‘রমন রাঘব’, ‘রাজী’, ‘উরি’র মত একের পর এক ‘ব্লকবাস্টার’ ছবি উপহার দিতে থাকেন সিনেমাপ্রেমী মানুষদের।
গত বছর, ২০২১ সালের ডিসেম্বর মাসে ৯ তারিখ ভিকি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের ‘বার্বি ডল’ ক্যাটরিনা কাইফের সঙ্গে। ক্যাটরিনা, ঠিক যেন স্বপ্নে দেখা সেই রাজকন্যা, যাঁকে পাওয়ার স্বপ্ন দেখেননি এমন পুরুষ মেলা ভার। সেখানে ইন্ড্রাস্ট্রিতে মাত্র কয়েক বছর রাজ করেই, ভিকি যে রাজকীয় সিংহাসন নিজের যোগ্যতায় অধিকার করেছেন, সেখানে বসার আকাঙ্খা সবাই করে।
সম্প্রতি ভিকি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত নতুন ছবি, ‘গোবিন্দ নাম মেরা’র প্রচার করতে বিখ্যাত ভারতীয় কৌতুক শিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন। সঙ্গে ছিলেন ছবির নায়িকা কিয়ারা আডবাণীও। কপিল তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে সমগ্র অনুষ্ঠানটিকে হাসির জোয়ারে মাতিয়ে রাখছিলেন। বাদ যাচ্ছিল না ভিকির ‘সেন্স অফ হিউমার’ এর প্রকাশও। কথায় কথায় কপিল ভিকিকে প্রশ্ন করেন, তাঁর বিয়েতে শালীদের জুতো চুরি করার প্রসঙ্গে। কপিল জানেন, ক্যাটরিনারা সাত বোন। তাই বিয়ের এক দুষ্টু মিষ্টি ‘প্রথা’ হিসেবে জুতো চুরি যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এতগুলি শালী কিভাবে হেনস্তা করেছিলেন জামাইবাবুকে, তাই ছিল কপিলের প্রশ্ন। ভিকি উত্তেজিত হয়ে জানান, জুতো চুরি নিয়ে তাঁর অভিজ্ঞতা দারুন। কারণ তাঁর শালীরা বিদেশি হলেও, এই দেশীয় মজার প্রথাটি সম্পর্কে তাঁরা অবগত ছিলেন। যথা সময়ে তাঁরা জুতো চুরি করেন। বিয়ের লগ্ন ছিল দুপুরে। ক্যাটরিনা ভেবে রেখেছিলেন দুপুরে বিয়ে ভালোয় ভালোয় সম্পন্ন হলে, সূর্য ডোবার আগে তিনি ভালো করে আগে ছবি তুলবেন জোড়ায় জোড়ায়। এদিকে বিয়ে শেষ হতে বিকেল আগত, সূর্য প্রায় ডুবন্ত। কিন্তু ভিকির তখন খালি পা। সেই সময় নাকি ক্যাটরিনাই দায়িত্ব নিয়ে তাঁর বোনদের যেখান থেকে হোক জুতো ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেন। এর ফলে শালী-মহল নিজেরাই জামাইবাবুর সঙ্গে মশকরা করতে গিয়ে অপদস্ত হয়। জুতো লুকিয়েও মেলেনি তাঁদের এক পয়সা কানাকড়ি। সত্যিই, ক্যাটরিনা কিন্তু একেবারে যোগ্য ‘পার্টনার’ এর মতই ভিকির ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।