বর্তমানে অনেক রকম অ্যাপ্লিকেশন (Earning App) এসেছে যেগুলো আপনাকে কিছু এক্টিভিটির বিনিময়ে নগদ টাকা এবং বিভিন্ন রকম উপহার প্রদান করে। এক্টিভিটি বলতে আপনার সারাদিনের দৌড়ানো, হাঁটাচলা, সাইক্লিং ইত্যাদি।
মোবাইলে আপনার ট্রাকিং এক্সেস (Tracking Access) অন করার পর আপনি সারাদিনে কতটা হাঁটছেন, দৌড়াচ্ছেন, সাইকেল চালাচ্ছেন ইত্যাদির ওপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট এবং কয়েন দেয় অ্যাপ গুলো।
এর থেকে পাওয়া এই পয়েন্ট এবং কয়েন রিডিম (Reedeme) করে বিনামূল্যে আপনি অনেক উপহার পেতে পারেন। বেশ কিছু অ্যাপ আছে যেগুলি আপনাকে সরাসরি ডলারে টাকাও দেবে।।
আজকে আপনাদের এমনই একটি অ্যাপ্লিকেশনের সম্পর্কে জানাবো।
অ্যাপ এর নাম: Growfitter
অ্যাপ লিংক: https://app.growfitter.com/c21T
এই লিংক থেকে একটি ওপেন করার পর আপনাকে রেজিস্টার করতে হবে। নিচে অটোমেটিক্যালি রেফারেল কোড চলে আসবে। রেফারেল কোড সহ সাবমিট করলে আপনি ১০ টি কয়েন বিনামূল্যে পাবেন। এই দশটি কয়েন দিয়েই আপনি অনেক দামী জিনিস বিনামূল্যে কিনে নিতে পারবেন।
কিভাবে এই অ্যাপটি থেকে আপনি ইনকাম করবেন?
এই অ্যাপটিতে আপনি গুগল ফিট (Google Fit) অ্যাক্সেস অন করে দিলে এবং ৪০ মিনিটের টাইম দিয়ে হাঁটলে বা সাইকেল চালালে কয়েন জমতে থাকবে আপনার একাউন্টে।
৯ টি কয়েন থেকে শুরু করে বিভিন্ন অফার এভেলেবেল রয়েছে এই অ্যাপে। এই কয়েন গুলো ব্যবহার করে আপনি বিনামূল্যে আইফোন ,সাইকেল, Earpod এবং আরও অনেক দামি উপহার জিততে পারবেন। আপনি যদি সরাসরি টাকা নিতে চান তবে আমাজনে ভাউচার রিডিম করে নিতে পারেন।
এই অ্যাপটি ছাড়াও প্লে স্টোরে আরো অনেক অ্যাপ আপনি পেয়ে যাবেন। যে গুলির ব্যাপারে পরবর্তী কোনো প্রতিবেদনে আরো ডিটেলসে লেখা হবে। কিছু কিছু অ্যাপ আপনাকে ডলারে টাকা প্রদান করলেও নির্দিষ্ট একটি অ্যামাউন্ট না জমা হওয়া অবদি তারা আপনাকে সেই টাকা ফেরত দেবে না। অর্থাৎ যেমন ধরুন, আপনি অনেকদিন ধরে কষ্ট করে ১৫ ডলার টাকা জমিয়েছেন একটি অ্যাপে। অ্যাপের পলিসি অনুযায়ী ২৫ ডলার না জমানো অবধি আপনাকে তারা সমগ্র টাকাটা ফেরত দেবে না।
কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে তেমন কোনো নিয়ম নেই। আপনার কাছে যদি নটি কয়েন থেকে থাকে, সেটি দিয়েও আপনি অনেক রকম জিনিস কিনতে পারবেন এবং অ্যাপের ভেতরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।