তাঁদের রসায়ন ‘টক অফ দা টাউন’। ২০২১ সালে মুক্তি পেয়েছিল কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘শেরশাহ’। সেখানে দর্শক মজেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদভানির (Kiara Advani) রুপোলি পর্দায় জমজমাট রসায়নে। বলা বাহুল্য, সেই রসায়ন বাস্তবেও তাঁদের সম্পর্কের গতিকে ত্বরান্বিত করেছে। সম্প্রতি সিদ্ধার্থ এবং দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) আসন্ন ছবি, ‘মিশন মজনু’র (Mission Majnu) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সিদ্ধার্থকে তাঁর বিবাহের তারিখ নিয়ে প্রশ্ন করে বসেন সাংবাদিকরা।
বলিউডে সিদ্ধার্থের হাতে খড়ি হয় ২০১২ সালে। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছিল সিদ্ধার্থের রুপোলি দুনিয়ায় প্রবেশের দ্বার। যদিও এই ছবিতে অপর নায়ক হিসেবে বরুণ ধাওয়ান এবং নায়িকা হিসেবে আলিয়া ভাটেরও অভিষেক হয়। অপরদিকে কিয়ারার বলিউড সফর শুরু হয় ২০১৪ সালে। সিদ্ধার্থ এবং কিয়ারাকে ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে দেখা যায়। তাঁদের বিয়ের প্রসঙ্গ নিয়ে বেশ অনেকদিন ধরেই দর্শকমহলে জলঘোলা চলছে। যদিও এই সম্পর্কে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে, করণ জোহর নানা রকম ব্যাক্তিগত জীবনের প্রশ্নের বাণে সিদ্ধার্থকে স্বীকার করাতে চেয়েছেন তাঁর এবং কিয়ারার সম্পর্কের কথা। সিদ্ধার্থও বেশ গুছিয়ে, হেঁয়ালির মাধ্যমে ধোঁয়াশা তৈরি করে উত্তর দিয়েছেন তাঁদের সম্পর্ক নিয়ে।
বলিউডের বিভিন্ন সূত্র অনুযায়ী সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের বিবাহের তারিখ হিসেবে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখটি নির্বাচন করেছেন। তার আগে, অর্থাৎ ৪ এবং ৫ ফেব্রুয়ারি অবশ্য হবে মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদের মত যাবতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি। শোনা যাচ্ছে, জয়পুরের বিখ্যাত প্যালেস তাঁদের বিবাহ বাসর হিসেবে পছন্দের তালিকায় রয়েছে। বি-টাউনে যেন কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের চার হাত এক হওয়ার দিনের খবর। গত বছর সিদ্ধার্থ যদিও জানান, ২০২৩ সালেই বসতে পারেন তিনি বিয়ের পিঁড়িতে, কিন্তু সম্ভাব্য তারিখ হিসেবে কোনও ইঙ্গিত তিনি দেননি। তাই জল্পনা সেই নিয়ে আরও তুঙ্গে ওঠে। দিন কয়েক আগে আয়োজিত হয় সিদ্ধার্থের ‘মিশন মজনু’র ট্রেলার লঞ্চ। সেখানেই পাপারাৎজিরা সিদ্ধার্থকে তাঁর বিবাহের তারিখ সম্পর্কে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে অভিনেতার জবাব, এই মুহূর্তে কেবল ২০ জানুয়ারি তারিখটিই তিনি কানে শুনতে পাচ্ছেন। আর কোনও তারিখই তাঁর কানে আসছে না। কারণ ২০ জানুয়ারি দিনটি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে তাঁর আসন্ন ছবিটি। কথার প্যাঁচে সিদ্ধার্থ প্রসঙ্গটিকে চাপা দিতে চাইলেও, ফেব্রুয়ারি মাসের জন্যই অধীর আগ্রহে দিন গুনছেন উদ্বিগ্ন অনুগামীরা।