জীবনের মন্ত্র হিসেবে, কি বলছেন বর্ষীয়ানরা, ভাইরাল হল মিষ্টি পোস্ট

‘Babumoshai, zindegi bari honi chahiye, lambi nehi..’ শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। তবুও জীবনীশক্তিতে ভরপুর ‘আনন্দ’ উবাচ যেন সকলের মনে দাগ কেটে যায়। সত্যিই তো, জীবন বড় সুন্দর, আবার জীবন বড়ই অনিশ্চিত। জীবন সম্পর্কে কি মতামত বর্ষীয়ান নাগরিকদের, সেই সম্পর্কিত এক মিষ্টি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। চলুন, আপনাদের সঙ্গেও ভাগ করে নেওয়া যাক, জীবনের মন্ত্র।

হেলেন – ৯৮ বছরের হেলেন কনিষ্ঠদের উদ্দেশ্যে বলেছেন, ‘Be Nice to everyone’, অর্থাৎ সকলের প্রতি সহিষ্ণু থেকো।

Helen

নাতালী – আর এক বছর পরেই তাঁর শতবর্ষ। বছর ৯৯ এর নাতালী আগাম প্রজন্মের উদ্দ্যেশ্যে বলেছেন, ‘Always be happy with yourself and others!’ অর্থাৎ নিজেকে নিয়ে, এবং বাকিদের নিয়ে সবসময় খুশি থাকো।

Natalie

জন – জীবনকে উপভোগ করার মন্ত্র দিয়েছেন বছর ৯২ এর জনও। তাঁর মতে জীবনের চলার পথের ভিত হওয়া উচিত, ‘Enjoy every moment’।

John

লোইস – ৯৩ বছরের লোইস নবীনদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘Try to love, not to hate’, অর্থাৎ ঘেন্না বা অসহিষ্ণুতা নয়, ভালোবেসে এবং সহিষ্ণুতা দিয়েই এক সুস্থ আগামীর কাঠামো তৈরি করে তুলতে হবে।

Lois

জিন – জিন নামের ৮৫ বছর বয়সী এক প্রবীণা জানিয়েছেন, সকলের প্রতি সৎ থাকাই অন্যতম গুরুত্বপূর্ণ জীবনী মন্ত্র। তিনি লিখেছেন, ‘Be kind to everybody ‘।

Jean
Scroll to Top