বর্তমানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে থাকেন। ভারতেও whatsapp ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। অল্প internet থাকলেও খুব তাড়াতাড়ি সবাইকে মেসেজ করা যায়, এমন অ্যাপ গুলোর তালিকায় হোয়াটসঅ্যাপ সবার প্রথম দিকেই রয়েছে। বিভিন্ন রকম ফিচার সহযোগে হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রায় সকলের মোবাইলেই রয়েছে।
whatsapp এর বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথাগুলি চিন্তা করলে প্রথমেই আসে এটি যেমন ইউজার ফ্রেন্ডলি, তেমনই ছবির কোয়ালিটি কমিয়ে দেওয়ার ক্ষেত্রে বদনাম রয়েছে।
ধরুন আপনার ফোনে একটি ১০ এমবির ছবি রয়েছে। এই ছবিটি যদি আপনি আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান তবে আপনার বন্ধুর ফোনে যে ছবিটি যাবে সেটির সাইজ হবে তিন থেকে চার এমবি। এর ফলে ছবির কোয়ালিটি কমে যায় এবং ছবির সাইজও কমে যায়।
ছবির সাইজ যাতে না কমে সেজন্য কাউকে ছবি পাঠাতে গেলে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টের (WhatsApp Document) মাধ্যমে ছবি পাঠাতে হয়। ডকুমেন্ট আকারে কোন ফাইল বা ছবি পাঠালে সেটির সাইজ কমে না এবং কোয়ালিটিও একই থাকে।
সম্প্রতি বেশ কয়েকটি নতুন ফিচার আনার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ (New WhatsApp feature)। তার মধ্যে একটি ফিচার হল এবার থেকে আপনি ছবির সাইজ একই রেখে কাউকে ছবি পাঠাতে পারবেন। এই ফিচারটি চালু হয়ে গেলে কোনো ছবি অরিজিনাল কোয়ালিটিতেই বন্ধুদের কাছে পাঠাতে পারবেন। (How To Send Photo With Original Quality In Whatsapp)
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ফিচারটি চালু করার পর আপনি যদি কাউকে ছবি পাঠাতে চান, তখন ছবি পাঠানোর আগে ফটো কোয়ালিটি অপশন দেখানো হবে। এখানে আপনি আপনার ছবি অরিজিনাল সাইজে রাখতে পারেন এবং চাইলে ছবির কোয়ালিটি কমিয়ে দিতে পারেন।
অরিজিনাল কোয়ালিটির ছবির সাইজ যেহেতু বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি ডাটা খরচ করতে হবে। তাছাড়া এই ফিচারটিতে উপকৃত হবেন বহু মানুষ। ক্যামেরায় তোলা ছবির সাইজ সাধারণত ১০ এমবি থেকে কুড়ি এমবি পর্যন্ত হয়। কিছু কিছু ক্ষেত্রে তা এর 5-10 গুণ বেশি হয়। সেই সমস্ত ছবিও আপনি নির্দিষ্ট সাইজে, অরিজিনাল কোয়ালিটিতে পাঠাতে পারবেন।
আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পেতে চলেছেন। আরো একটি নতুন সুবিধা আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। ভয়েস মেসেজ আপনি স্ট্যাটাসে (WhatsApp Voice Status) দিতে পারবেন। এই ফিচারটি কিভাবে ব্যবহার করবেন, সেই ব্যাপারে আগামী কোন পোস্টে বিশদে জানানো হবে।