হোয়াটসঅ্যাপে মেসেজ এডিটং ফিচার এসেছে অনেকদিন আগেই, তবু পারেননা অনেকেই।

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।


কয়েক মাস আগেই হোয়াটসঅ্যাপের তরফ থেকে গ্রাহকদের জন্য নতুন একটি বিশেষ ফিচার দেওয়া হয়েছিল। অনেক সময় দেখা যায় আমরা কোন বিশেষ মেসেজ করে তাতে কোন ভুল ভ্রান্তি করে ফেলি, তার দরুণ পুরো মেসেজটাই আমাদের ডিলিট করে নতুন করে লিখতে হয়। তবে হোয়াটসঅ্যাপের নতুন এই সিস্টেমে মেসেজ ডিলিট না করে বরঞ্চ সেই মেসেজটির কোন নির্দিষ্ট জায়গা এডিট করার সুযোগ দেওয়ার ফিচারটি চালু করা হয়েছে।


তবে এতদিন হয়ে গেলেও বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মেসেজ এডিট করার সিস্টেমটি জানেন না। বন্ধুবান্ধবদের মধ্যে অনেক সময় দেখা যায় যে নতুন এই মেসেজ এডিটিং ফিচারটি(Whatsapp Messege Editing) সম্পর্কে অনেকেই অবগত নন। আজকের এই প্রতিবেদনে আপনারা জেনে নিন কিভাবে হোয়াটসঅ্যাপ এ পাঠানো মেসেজ আপনারা এডিট করবেন।


1. প্রথমে আপনি আপনার যে মেসেজটি এডিট করতে চান সেটি লং প্রেস করে সিলেক্ট করে নিন।

2. মোবাইল স্ক্রিনের একদম ওপরে কোনাতে থ্রি ডট অপশনে গিয়ে ক্লিক করুন।

3. বেশ কয়েকটি তালিকার মধ্যে আপনারা এডিট (Edit) অপশনটি দেখতে পারবেন।

4. এডিট অপশনে ক্লিক করলে আপনাদের স্ক্রিনের নিচের দিকে সেই মেসেজটি চলে আসবে এবং সেখানে আপনারা আপনাদের প্রয়োজন মত এডিট করে নিতে পারবেন মেসেজটি।

5. একবার এডিট করা হয়ে গেলে সেই মেসেজটি আবার আপনি পুনরায় পাঠাতে পারবেন।

তবে এই ফিচারটি ছোটখাটো টেক্সট মেসেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ। কোন বড় টেক্সট এর ক্ষেত্রে আপনারা মেসেজ পাঠিয়ে সেটা এডিট করতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *