টেট পরীক্ষার ফলাফল অর্থাৎ উত্তরপত্র প্রকাশের দিন নিয়ে এক বড়ো ঘোষণা করা হলো পর্ষদের তরফে। উত্তরপত্র (Answer Sheet) প্রকাশের পরে পর্ষদ তা নিয়ে পরীক্ষার্থীদের মতামত বিবেচনা করবে, এমনটাই জানিয়েছেন তাঁরা। এখনো অবধি সঠিক দিনক্ষণ স্থির করা না হয়ে থাকলেও চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে।
আগামী সপ্তাহের শুরুতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ। এই ভাবনামতো ফলাফল অর্থাৎ উত্তরপত্র প্রকাশের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। পর্ষদের আধিকারিকরা টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া নিয়ে গত শুক্রবার এক বৈঠকে আলোচনা করেন। যতদূর সম্ভব, উত্তরপত্র সপ্তাহের শুরুতেই প্রকাশিত হতে চলেছে ফলাফল।
পর্ষদের তরফে জানানো হয়েছে যে উত্তরপত্র আপলোড করার আগে সেই বিষয়ে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চান তাঁরা। তাঁদের মতামত নিতে চান। সেই আলোচনার কিছুদিন পরেই উত্তরপত্র আপলোড করতে চান তাঁরা। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে পর্ষদ এখনো নিশ্চিত নন যে চলতি মাসে অর্থাৎ ডিসেম্বরেই টেটের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে কিনা। এই বিশেষ বিষয়ে সিদ্ধান্ত এখনো অবধি যথেষ্ট আলোচনাসাপেক্ষ!
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal), আশ্বাস দিয়েছিলেন দ্রুত ফলাফলের প্রকাশ হওয়া নিয়ে। উত্তরপত্র আপলোড করার প্রস্তুতি সেই আশ্বাসকে বাস্তবায়িত করার চেষ্টার প্রথম ধাপ। এখনো উত্তরপত্র আপলোড নিয়ে প্রস্তুতিপর্ব চলছে।
এবারের টেট পরীক্ষাতে পর্ষদের তরফে নজিরবিহীন ব্যবস্থা ও সুরক্ষা নেওয়া হয়েছিলো। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে পুরো রাজ্যেই টেট পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছিলো বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা যেমন মেটাল ডিটেক্টর (Metal Detector), বায়োমেট্রিক টেস্ট (Biometric Test) ইত্যাদি। রাখা হয়েছিল পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতি ঘরে দেওয়াল ঘড়ি ও পর্যাপ্ত জলের ব্যবস্থা। সুরক্ষার জন্য ঘরে ঘরে ছিলো সিসিটিভি ক্যামেরাও (CCTV Camera)। পরীক্ষার শেষে পরীক্ষার্থী থেকে শুরু করে রাজ্যবাসীরা সকলেই এই পরীক্ষাব্যবস্থা নিয়ে যথেষ্ট খুশি হয়েছিলেন। এই ব্যবস্থায় সাহায্যের জন্য পর্ষদের তরফে শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসুকেও (Minister of Education, Bratya Basu) বিশেষরূপে ধন্যবাদ জানানো হয়। এমনকি অনেক পরীক্ষার্থী মেইল ও চিঠির মাধ্যমে পর্ষদের দপ্তরে ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গেছে সূত্রের তরফে।
এখনো অবধি এটুকুই পর্ষদ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের শুরুতেই উত্তরপত্র আপলোড কমপ্লিট করে প্রকাশিত করা হতে পারে এবং সেটি যদি হয় তাহলে তার কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফলাফল অর্থাৎ রেজাল্ট ঘোষণা করা হতে পারে।