কেটে গেছে এক সপ্তাহ, গত ৭ ফেব্রুয়ারি ২০২৩,, চির জীবনের জন্য একে অপরের সঙ্গে আবদ্ধ হলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদভানি (Kiara Advani)। প্রাথমিক ভাবে কেউই তাঁদের সম্পর্কের কথা কখনও জনসমক্ষে স্বীকার করতে চাননি। তবে কিছু বিনোদন অনুষ্ঠানে কিয়ারার প্রসঙ্গে সিদ্ধার্থকে লাজুক হাসতে দেখা গেছিল। দিন দিন তাঁরা অনুগামীদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছিলেন। তাঁদের বিবাহ নিয়ে মানুষের উচ্ছ্বাসের অন্ত ছিল না। বিবাহের দিনের তাঁদের যুগলের বেশ কিছু আদুরে মুহূর্ত জনসংযোগ মাধ্যমে প্রকাশ পেতেই তাঁদের অনুগামীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এক পলকের মধ্যে বহু নেটিজেনের সামাজিক মাধ্যমের টাইমলাইন জুড়ে রাজ করতে শুরু করেন এই নবদম্পতি। এই সকল মুহূর্তের পেছনের রহস্য এক সংবাদ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁদের বিবাহের চিত্রগ্রাহক, বিশাল পাঞ্জাবী (Vishal Punjabi)।
নতুন বর অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন বিশাল পাঞ্জাবী। তাই সেই সূত্রে সিদ্ধার্থের সঙ্গে তাঁর আলাপ হয় এবং বলা বাহুল্য, তাঁর কাজ মুগ্ধ করে বলিউডের ‘শেরশাহ’ কে। পরবর্তীতে সিদ্ধার্থ মারফত কিয়ারারও যুক্ত হন বিশালের কাজের দর্শক হিসেবে। তিনিও তখনই মনস্থির করে নেন, তাঁদের বিবাহের স্বপ্নময় মুহূর্ত বিশালের হাতে সেজে ওঠার জন্য। এই হবু দম্পতি চেয়েছিলেন, আর পাঁচ জন নবদম্পতির বিবাহ বাসরের মত, বিশাল তাঁদের মুহূর্তগুলিও ছবির মত সুন্দর। বিশাল তাঁদের ইচ্ছাপূরণ করেছেন। রূপকথার মায়া কাটিয়েওবেশি মিষ্টি হয়ে উঠেছে পর্দার ‘শেরশাহ’ (Shershaah) জুটির এই আনন্দ আয়োজন।
এই নবদম্পতির বিবাহের মুহূর্তের সাক্ষী যাঁরা হয়েছেন, তাঁরা নিশ্চয়ই শুনে থাকবেন সিদ্ধার্থ এবং কিয়ারার ছবির জনপ্রিয় গান ‘রাঞ্ঝা’ (Ranjha) কে যুক্ত করেছেন চিত্রগ্রাহক। কিন্তু ছবিতে এই গান ছিল এক ট্র্যাজিক পরিণতিকে কেন্দ্র করে। কিন্তু সেই গানই নতুন করে, বিবাহের উপযুক্ত করে ভালোবেসে ভালো থাকার গান হিসেবে নির্মাণ করেছিলেন বিশাল। তাই এই নবদম্পতির বিবাহের মুহূর্তের ভিডিওয় শোনা গেছে নবনির্মিত গানটির বেশ অনেকটা অংশ। বিশাল তাঁর সাক্ষাৎকারে আরও যুক্ত করেছেন, একটি ছবিতে দেখা গেছে নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে হাত জোর করে আছেন। আসলে একে অপরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার থেকে শুরু করে, সারাজীবন সঙ্গে থাকার শপথকেই ইঙ্গিত করে তাঁদের এই মুহূর্ত।