এসি বিস্ফোরণ কেন হয়? কী করনীয়?

গ্রীষ্মকালের অত্যধিক গরমে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রশান্তি দেয়। বিশ্বজুড়ে গরমের তীব্রতা বাড়তে থাকায় এই যন্ত্রটি বর্তমানে শুধু বিলাসিতার উপকরণ নয়, বরং অত্যন্ত প্রয়োজনীয়।তবে এই যন্ত্রটি ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিও আছে।

বর্তমানে প্রায়ই এসি বিস্ফোরণে আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে সতর্কতামূলক ব্যবস্থাপনা গ্রহণ করলে এধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

যেসব কারণে এসি বিস্ফোরণ (AC blast) হতে পারে তার প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি হল রেফ্রিজারেন্ট লিক (Refrigerent leak)। বাতাসকে ঠান্ডা করার জন্য এসিতে উচ্চচাপে যে রেফ্রিজারেন্ট গ্যাস (Refrigerator Gas) ব্যবহার করা হয়, তা লিক হলে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। কিছু কিছু রেফ্রিজারেন্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে, যার ফলে বিস্ফোরণ(Blast) ঘটতে পারে।

কোনো কোনো এসির ক্ষেত্রে, দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অত্যন্ত গরম হয়ে ওঠায় বিস্ফোরণ ঘটতে পারে। ভোল্টেজের ওঠানামার কারণে এসির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিতে পারে এবং এর ফলে এসির সমস্যা হতে পারে।

এসির নিয়মিত যত্ন বা পরিষ্কার না করলে এতে ময়লা জমে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে যা এসি চলতে বাধা সৃষ্টি করতে পারে এবং সেই কারণে এসি অত্যধিক গরম হয়ে বিস্ফোরণের সম্ভাবনা থাকতে পারে।

এসি বিস্ফোরণ এড়াতে একে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিষ্কার করতে হবে। এসির কোনো সমস্যা শনাক্ত করতে পারেন এমন পেশাদার টেকনিশিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

এসি বিস্ফোরণ প্রতিরোধ করার অন্য উপায় হলো রেফ্রিজারেন্ট লিক ডিটেক্টর ইনস্টল করা।এই ডিভাইসগুলো রেফ্রিজারেন্ট গ্যাস ছড়িয়ে পড়লে সতর্ক করতে পারে। অনেক বছরের পুরোনো এসি বদলে নতুন মডেলে আপগ্রেড করা যেতে পারে। তবে লক্ষ্য করতে হবে সেটিতে যেন লিক ডিটেক্টর থাকে।

অর্থাৎ,এসি ব্যবহারে সর্বদা সতর্ক থাকা জরুরি। দীর্ঘ সময় ধরে বা অকারণে এসি চালানো থেকে বিরত থাকতে হবে। এসি থেকে কোনো গন্ধ বা শব্দ পাওয়া গেলে তৎক্ষণাৎ তা বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করাতে হবে। জানালা খোলা রেখে দীর্ঘ সময় এসি চালু রাখা যাবে না। মেকানিক দিয়ে নিয়মিত এসির সার্ভিসিং করাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *