দশম অবতারের আড়ালেই কি লুকিয়ে প্রতিশোধ স্পৃহা? উত্তর খুঁজবেন প্রবীর রায়চৌধুরী

শহরে ঘটে চলেছে একের পর এক হত্যালীলা। পরপর ‘সিরিয়াল কিলিং’ এর দাপটে ত্রস্ত অধিবাসীরা। কিনারা পাচ্ছেন না পুলিশও। কিন্তু অপরাধীকে খুঁজে বেড় করতেই হবে! নাহলে যে বিপদ ঘটতেই থাকবে! দায়িত্ব বর্তায় পুলিশ আধিকারিক প্রবীর রায়চৌধুরীর কাঁধে। যদিও তিনি একা নন, ইন্সপেক্টর পোদ্দারও হাত মিলিয়েছেন এই রহস্যের কিনারা করতে।

কোনও বাস্তব ঘটনা নয়। এতক্ষণ যে প্রেক্ষাপট বলা হল, অনেকেই ধরতে পেরেছেন এটি পরিচালক সৃজিত মুখার্জীর (Srijit Mukherji) আসন্ন ছবি ‘দশম অবতার’ (Dawshom Awbotaar) এর ট্রেলার। ‘বাইশে শ্রাবণ’ (Baishe Shrabon) ‘দ্বিতীয় পুরুষ’ (Dwitiyo Purush) , ‘ভিঞ্চি দা’ (Vinci Da) এর পর এই গল্পটিও টানটান থ্রিলারের আঙ্গিকে বুনন করেছেন পরিচালক। গত তেইশে সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জীর জন্মদিন। তারপরের দিনই দর্শকদের তিনি ‘দশম অবতার’ এর ট্রেলার দিয়ে পাল্টা উপহার প্রদান করলেন। এই ছবিটিতে ‘আইকনিক’ প্রবীর রায়চৌধুরীর ভূমিকায় বরাবরের মত রয়েছেন ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

সৃজিত মুখার্জী পরিচালিত ‘বাইশে শ্রাবণ’ ছবিটিতে পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরীর ভূমিকায় দেখা গেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। বলা বাহুল্য, তাঁর মুখে ‘রাফ অ্যান্ড টাফ’ সংলাপ দর্শকের মন জিতে নিয়েছিল। এই ছবিতেও সেই সকল সংলাপের বিরুদ্ধাচরণ করতে দেখা গেছে তাঁকে, যা বেশ কৌতুকের আবহ তৈরি করেছে। ‘দশম অবতার’ ছবিতে ইন্সপেক্টর পোদ্দারের ভূমিকায় আছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এছাড়া গুরুত্বপূর্ন চরিত্রে আছেন জয়া আহসান (Jaya Ahsan) এবং যীশু সেনগুপ্ত। যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) খুব সম্ভবত থাকবেন ধূসর চরিত্রে। তিনিই নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে বিবেচ্য করেন। তবে তিনিই ছবির অপরাধী কিনা, তা ছবিটি দেখলেই স্পষ্ট হবে। কারণ ট্রেলারে সাসপেন্স তৈরি হলেও, থ্রিলার ছবিতে আকস্মিক টুইস্ট গুলিই হয়ে ওঠে মূল USP। তাই এখন অপেক্ষা, পরিচালক কীভাবে দেন তাঁর ওস্তাদের মার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *