অ্যাপ ওপেন না করেই “Press & Hold” ট্রিক দিয়ে একদম কম সময়েই করতে পারবেন অনেক কিছু।

বর্তমান যুগে মোবাইল ফোন (Mobile phone) ছাড়া মানুষ এক মুহূর্ত ভাবতে পারেনা। ব্যাংক (banking) থেকে শুরু করে বিনোদন – সবই এখন হাতের মুঠোর মোবাইলে সম্ভব। মোবাইল ফোনের কথা মাথায় আসতেই প্রথমেই মনে পড়ে এর অসাধারণ সব ফিচারের (features) কথা।

আগে যেখানে এলার্ম দেবার জন্য আলাদা ঘড়ি, গান শোনার জন্য আলাদা রেডিও, ক্যাসেট, ছবি তোলার জন্য ক্যামেরা ইত্যাদি জিনিস দরকার পড়ত, এখন শুধুমাত্র একটি মোবাইলের মধ্যেই এমন বহু সংখ্যক সুবিধা উপলব্ধ রয়েছে।

মোবাইল ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল অ্যাপ (Apps)। বিভিন্ন রকম কাজ আমরা অ্যাপের মাধ্যমে করতে পারি। এছাড়া বিভিন্ন বিষয়ে সহায়তা পেতে, হিসাব রাখতে, ছবি তুলতে, অ্যাপের অবদান অনস্বীকার্য।

মোবাইল ফোনে কোন অ্যাপ ব্যবহার করতে গেলে প্রথমেই অ্যাপের উপর ক্লিক(click)করে ওপেন করতে হয়। তারপর নির্দিষ্ট কাজ করার কমান্ড (command) দিতে হবে। কিন্তু আজকে এমন একটি ট্রিক (android hidden tricks) বলবো, যেটার মাধ্যমে অ্যাপ লঞ্চ(launch) না করেও করে ফেলতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ কাজ।

১. Phone icon (📱) এ ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখুন। এতে করে আপনি কতগুলো মিসড কল (missed call) আছে, নতুন কন্টাক্ট যোগ করার অপশন এবং কনট্যাক্ট(contact searching) খোজার অপশন পেয়ে যাবেন।

২. ক্যামেরা আইকনে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখুন। বর্তমানে আপনার ক্যামেরাটি কোন মোডে আছে সেটি দেখতে পাবেন। ভিডিও ,নাকি নরমাল ক্যামেরা, নাকি সেলফি(Selfie) সেটি আপনি বাইরে থেকেই দেখতে পাবেন।

৩. ক্যালেন্ডার (Calender app) অ্যাপ আইকনটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন তাহলে আপনি নতুন কোনো ইভেন্ট যোগ করতে পারবেন এবং ইভেন্ট(Search event)সার্চও করতে পারবেন।

৪. ঘড়ির আইকনটি কিছুক্ষণ চেপে ধরলে আপনি অ্যালার্ম এড করার অপশন পেয়ে যাবেন বাইরে থেকেই।

৫. google drive অ্যাপ আইকনটি যদি কিছুক্ষণ চেপে ধরেন, তাহলে নতুন কোন ডকুমেন্ট আপলোড করার অপশন, কোন ডকুমেন্টস স্ক্যান করার অপশন এবং কোন ফাইল সার্চ করার অপশন পেয়ে যাবেন।

এইভাবে প্রেস এন্ড হোল্ডের মাধ্যমে বেশ কিছুটা সময় বাঁচিয়ে আপনি আপনার দরকারি কাজ করে ফেলতে পারবেন।

Scroll to Top