৯ অক্টোবর, ২০২২। বিষ্ণুজায়া ‘কমলেকামিনী’ লক্ষ্মী দেবীর আরাধনা চলছে দেশ জুড়ে। সমৃদ্ধির দেবী তিনি। তাই আপামর ভারতবাসী চঞ্চলা লক্ষীর আবাহনে নিমজ্জিত। বাদ যাননি টলি-তারকারা। সুখ সমৃদ্ধির জন্য তাঁরাও শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছেন। তারই কিছু বিশেষ ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নেব।
ঋতুপর্ণা সেনগুপ্ত – লক্ষ্মী-বন্দনায় সামিল হয়েছেন টলিউডের সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়ির ছোট্ট লক্ষ্মীকে সঙ্গে করে, অনুগামীদের শুভেচ্ছা জানিয়েছেন ‘বেগমজান’।
অপরাজিতা আঢ্য – সকলের প্রিয় ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য, স্বয়ং লক্ষ্মী প্রতিমা হাতে নিয়ে ছবি দিয়েছেন নেট মাধ্যেমে। শুধু পুজোর জোগাড়ই নয়, ছোট্ট লক্ষ্মীকে মেয়ের মত করে সাজিয়েছেন তিনি। আলপনা দেওয়া থেকে লক্ষ্মীর অলঙ্করণ, সমস্তটাতেই ‘অপরাজিতা’ তিনি।
শ্রীলেখা মিত্র – শ্রীলেখা মিত্র বরাবরই অন্য স্রোতে ভাসেন। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তো তিনি জানিয়েছেনই, কিন্তু অন্যরকম ভাবে। নিজেরই এক মা লক্ষ্মীর অবতারে ফটোসেশনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি, বলা বাহুল্য, সেই ছবির মাধ্যমেই ভক্তদের উদ্যেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
ঋতাভরী চক্রবর্তী – জোর কদমে ‘ওগো বধূ সুন্দরী’ ঋতাভরীর বাড়িতে চলছিল হরিপ্রিয়ার আরাধনা। সেই মুহুর্তই অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন ‘শবরী’।
মিমি চক্রবর্তী – কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ভক্তদের উদ্যেশ্যে বর্ষিত হয়েছে লক্ষ্মীমন্ত ‘পুপে’ মিমি চক্রবর্তীর তরফ থেকেও। অনুগামীদের শ্রী ও সমৃদ্ধি বৃদ্ধির আশায় তিনিও ব্রতী।
দেবলীনা কুমার – নাচের স্কুলের লক্ষ্মী পুজো থেকে, নিজের বাড়ির বিষ্ণুপ্রিয়ার আরাধনায় মত্ত উত্তম কুমারের নাত বধূ দেবলীনা কুমার। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা।