ট্রেন চলাকালীন আপনার ইচ্ছে হলে পরিবর্তন করতে পারবেন বার্থ, এলো রেলের নতুন নিয়ম।

এতদিন অবধি ট্রেনে যে কামরায় যে বার্থে আপনার সিট পড়তো টিকিট অনুযায়ী, সেই বার্থে বসেই গন্তব্যে পৌঁছতে হতো। সিট বা কামরা পছন্দ নাহলেও বাধ্যতামূলক ছিলো সেই বার্থ। কিন্তু নতুন বছরে রেল এই নিয়মে বদল আনতে চলেছে যাত্রীদের সুবিধার কথা ভেবে।


এবার থেকে, নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার বার্থ আপনার পছন্দের নাহয় সেইক্ষেত্রে আপনি চলন্ত ট্রেনেই পরিবর্তন করতে পারবেন নিজের বার্থ। উদাহরণ হিসেবে বলা যায় যে ধরুন আপনি স্লিপার কোচে (Sleeper Coach) আছেন কিন্তু কোনো অসুবিধা থাকার জন্য এসি কোচে (AC Coach) যেতে চাইছেন। সেই ক্ষেতে আপনি এবার থেকে খুব সহজেই আপগ্রেড (Upgrade) করে নিতে পারেন আপনার টিকিট ট্রেনের মধ্যেই।


এই নিয়ম প্রধানত চালু করা হয়েছে সকল যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে। এবার থেকে টিকিট কাটার সুবিধার সাথেই কোচ আপগ্রেড (Upgrade) করারও সুযোগ অনেক সহজ করে দিলো রেল। শুধুমাত্র কিছু অর্থ প্রদান করেই আপনি এই সুবিধাটি পাবেন।


আপনি যদি ট্রেন চলাকালীন বার্থ আপগ্রেড করতে চান তাহলে আপনাকে কোনো বুথে যেতে হবেনা, আপনার সিটে বসেই এই সুযোগ পাবেন আপনি। শুধুমাত্র আপনাকে সংশ্লিষ্ট কামরায় থাকা টিটি-র সাথে যোগাযোগ করতে হবে ও আলোচনা করে কিছু অর্থ দিয়ে নিজের বার্থ আপগ্রেড করতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনার পছন্দের কামরাতে কোনো সিট খালি থাকে তবেই আপনি সেই সিটটি পাবেন, নচেৎ নয় অর্থাৎ আপনাকে আপনার বরাদ্দ সিটেই বাকি রাস্তা যেতে হবে।


রেলের তরফে এটি এক দারুণ সুন্দর সুযোগ যাত্রীদের জন্য। যাত্রীদের যাত্রা আরো সুখকর করবে রেলের এই নতুন উদ্যোগ। আগামী দিনে আরো আরামের যাত্রা হবে এই আশা করা যায়। ধীরে ধীরে রেল অনেক উন্নত হচ্ছে, ভবিষ্যতে আরো হবে এই আশা করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *