বাজেট কম? ১৩০০ টাকার কমেই পাবেন ব্লুটুথ কলিং সহ একাধিক ফিচার ওয়ালা এই Smartwatch!

বর্তমানে স্মার্টওয়াচ খুবই ট্রেন্ডিং একটি ইলেকট্রিক ডিভাইস। শখের বসে হোক বা প্রয়োজনীয় দরকারে, বহু মানুষ বর্তমানে স্মার্ট ওয়াচ কিনছেন এবং অনলাইনে বিক্রিও হচ্ছে দেদার।

আমাজন এবং flipkart এ বিভিন্ন রকম ব্র্যান্ডের স্মার্টওয়াচ বিক্রি হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ স্মার্ট ওয়াচ কিনছেন অনলাইনের মাধ্যমে। সম্প্রতি ফায়ার ভোল্ট, বোট,নয়েজ ইত্যাদি কোম্পানির স্মার্টওয়াচ বাজারের tending এ রয়েছে। তবে অফার ছাড়া এই কোম্পানির স্মার্টওয়াচ গুলির দাম বেশ বেশি থাকে এবং প্রত্যেকটির দাম ১৫০০ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে।

তবে আপনার বাজেট যদি কম থাকে এবং যদি আপনার একটি স্মার্টওয়াচ দরকার হয়, তবে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ALT OG ব্রান্ডের স্মার্টওয়াচ গুলির ওপরে।

সাধারণত ফ্লিপকার্টে ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে দাম থাকে এই স্মার্টওয়াচগুলির। তবে বেশিরভাগ সময় অফার এলেই দাম কমে ১৩০০ টাকা বা ১২৫০ টাকা হয়ে যায়।

ALT OG স্মার্ট ওয়াচ সেই একই রকম ফিচারগুলি পাবেন যেগুলি আপনি দাম দিয়ে ফায়ার বোল্ট, বোট, নয়েসের স্মার্ট ওয়াচ পাবেন। এছাড়া এই কোম্পানির স্মার্ট ওয়াচ এ পাবেন আপনি এক বছরের ওয়ারেন্টি।

এই স্মার্ট ওয়াচে আপনি ইচ্ছামতো ওয়ালপেপার লাগাতে পারবেন। এতে রয়েছে কলিং ফিচার। ব্রিদিং এক্সারসাইজ, গেম, থিয়েটার মোড, ভাইব্রেশন মোড, বিভিন্ন রকম ফিটনেস সংক্রান্ত মোড ইত্যাদি একাধিক ফিচার পাবেন আপনি এই স্মার্টওয়াচে।

এই স্মার্ট ওয়াচটি একটি অ্যাপ নির্ভর অর্থাৎ স্মার্টওয়াচটি চালানোর জন্য আপনাকে একটি ছোট অ্যাপ মোবাইলে ইন্সটল করে রাখতে হবে।

মোবাইলে কল এলে সেটি আপনি স্মার্ট ওয়াচের মাধ্যমে রিসিভ করতে পারবেন এবং মোবাইলে আসা নোটিফিকেশনগুলিও আপনি স্মার্টওয়াচ দিয়ে দেখতে পারবেন। ফ্লাশ লাইট এর ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে।

স্মার্ট ওয়াচ কেনার সাত দিনের মধ্যে যদি কোন রকম সমস্যা হয় তাহলে তো আপনি ফ্লিপকার্ট বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে রিপ্লেস করিয়ে নিতে পারবেন। যদি সাতদিন হয়ে যাবার পরে আপনার ঘড়িতে কোন রকম সমস্যা দেখা দেয় তাহলেও আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ALT এর অফিসিয়াল ওয়েবসাইটে কমপ্লেন করলে তারা নিজেরাই আপনার সাথে কন্টাক্ট করবে এবং ডেলিভারির মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচ তারা নিয়ে গিয়ে একটি নতুন স্মার্টওয়াচ আপনাকে ফেরত দেবে ৯-১০ দিনের মধ্যেই।

Scroll to Top