ব্যাঙ্কে মূলত বেশি মূল্যের টাকা তোলার ক্ষেত্রে চেকবুক ব্যবহার করা হয়। এছাড়াও ব্যাঙ্কের টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও নিজস্ব চেকবুক ছাড়া টাকা জমা দেওয়া যায়না। এই দুটি ক্ষেত্রেই টাকার অঙ্ক লেখার পরে ইংরেজিতে ‘Only’ এই কথাটি লিখতে হয়। কারণ জেনে নিন।
ধরুন আপনি লিখলেন যে ‘Twenty Thousands Two Hundred’। শেষে কিন্তু Only দিতেই হবে। কিন্তু এর পেছনে আছে এক জরুরি কারণ। কী সেই কারণ তা জানলে আপনি অবাক হবেন। আসুন জেনে রাখুন।
আসলে Only শব্দটি লেখা হয় মূলত প্রতারণা আটকাতে। Only শব্দটি লেখা থাকলে আপনাকে প্রতারিত করতে পারবে না কেউ। অবাক হচ্ছেন? আসুন তাহলে বিস্তারিত বলি।
ধরুন আপনি নিজের বা অন্যকারো নামে ২৫ হাজার টাকার চেক কেটে দিলেন। টাকার অঙ্কে লিখলেন- twenty five thousand only অর্থাৎ ২৫ হাজার টাকার পর আর কেউ কোনও শব্দ বসাতে পারবে না এই Only শব্দটি থাকায়। ফলে আপনি প্রতারিত হবেন না।
Only শব্দটি না বসালে যে কেউ এরপরে আরো অঙ্ক জুড়ে দিয়ে আপনার সঙ্গে ছলনা করতে পারে। আপনার ব্যাঙ্ক ফাঁকা করে দিতে পারে। হতে পারেন নিঃস্ব! সেই কারণেই Only শব্দের ব্যবহার করে আপনাকে রক্ষা করার চেষ্টা করেছে ব্যাঙ্ক।
চেকে সংখ্যায় টাকার অঙ্ক লেখার পরও তাই একটি স্ল্যাস বা দাগ কেটে (/-) দিতে হয়। এতে পরে আর কোনও অক্ষর বা শব্দ কেউ বসাতে পারবে না। এবার আশা করি বুঝতে পারলেন যে এই শব্দটির গুরুত্ব কতটা!