২৬ টাকার প্লানে পাবেন ২৮ দিনের বৈধতা, নতুন এই প্ল্যান এর কাছে হার মানবে সমস্ত অপারেটর।

বর্তমানে ভারতের অন্যতম টেলিকম অপারেটর হল রিলায়েন্স জিও। তাছাড়াও বাজারে বর্তমানে এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মত সংস্থাগুলি রয়েছে। গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহক আনতে সমস্ত সংস্থাগুলি মাঝেমধ্যে বিভিন্ন রকম প্লান লঞ্চ করে, যেগুলি গ্রাহকদের জন্য উপকারী হবে। সম্প্রতি এমনই একটি প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও সংস্থা।

রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে মাঝেমধ্যেই গ্রাহকদের জন্য বিভিন্ন রকম সস্তার রিচার্জ প্ল্যান আনা হয়। তাদের এই সস্তার প্যাকগুলোর তালিকায় নবতম সংযোজন 26 টাকার রিচার্জ প্ল্যান। পাশাপাশি ৬২ টাকা দামেরও একটি প্যাক লঞ্চ করা হয়েছে।

মাত্র ২৬ টাকার এই প্লানটি রিচার্জ করলে আপনারা পাবেন ২৮ দিনের বৈধতা। কোন কলিং সুবিধা না থাকলেও এখানে আপনি ডাটা পাবেন। গ্রাহকেরা পাবেন মোট ২ জিবি ডাটা, যেটি আপনারা মোট ২৮ দিন ধরে ব্যবহার করতে পারবেন। ২ জিবি ডাটা শেষ হবার পরেও আপনাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না। তবে তারপরে আপনারা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এই রিচার্জ প্লানটি শুধুমাত্র ডাটা সুবিধা পাওয়ার জন্যই। কোনরকম কলিং বা এসএমএস করার সুযোগ পাবেন না গ্রাহকরা। যে সমস্ত গ্রাহকেরা জিও ফোন ব্যবহার করেন শুধুমাত্র তাদের জন্যই এই প্যাকটি লঞ্চ করা হয়েছে। যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা এই প্যাকটি রিচার্জ করতে পারবেন না।

পাশাপাশি আরও একটি প্যাক লঞ্চ করা হয়েছে জিও সংস্থার পক্ষ থেকে। এটি রিচার্জ করার জন্য আপনার খরচ হবে ৬২ টাকা। পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা সহ 6 জিবি ইন্টারনেট। এই প্যাকটি রিচার্জ করলেও আপনারা কলিং বা এসএমএস এর কোন রকম সুবিধা পাবেন না। ইন্টারনেট শেষ হবার পরে আপনারা ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

টপ আপ প্যাক এর মধ্যেও জিও সংস্থার সবথেকে কম দামী একটি প্যাক হলো 15 টাকার প্যাক। এই প্যাকটি রিচার্জ করলে আপনারা অতিরিক্ত 1 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *