বিনামূল্যে পেয়ে যাবেন Amazon prime membership, সুযোগ করে দিচ্ছে খোদ Amazon!

বর্তমানে অনলাইন কেনাকাটা বলতেই প্রথমেই নাম আসে Amazon এবং flipkart এর। যে সমস্ত গ্রাহকরা flipkart ব্যবহার করেন তারা যদি প্লাস মেম্বার(Flipkart plus member) হতে পারেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ(Free delivery charge) বেশিরভাগ প্রোডাক্ট এর জন্যই ফ্রি হয়ে যায়। এছাড়া যে কোন বড় সেলের অফার একদিন আগে ব্যবহার করা যায়। সুপার কয়েন(Flipkart super coin) এর ক্ষেত্রেও প্লাস মেম্বারদের রয়েছে দ্বিগুণ সুযোগ।

যারা আমাজন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রাইম মেম্বারশীপ(amazon prime membership) খুবই গুরুত্বপূর্ণ। মাত্র একদিনের ডেলিভারি, ফ্রি ডেলিভারি চার্জ, আমাজন প্রাইম ভিডিওসহ একাধিক সুবিধা পাওয়া যায়।

তবে আমাজন প্রাইম মেম্বারশিপ নিতে বেশ টাকা গুনতে হয়। যারা অল্পস্বল্প কেনাকাটি করেন এবং ভিডিও দেখার কোন রকম আগ্রহ নেই তাদের জন্য আমাজন প্রাইম membership নেওয়া লস !

তবে এবার খোদ আমাজন ই সুযোগ করে দিচ্ছে গ্রাহকদের প্রাইম membership নেওয়ার।

কিভাবে পাবেন ফ্রী আমাজন প্রাইম membership?
how to get free Amazon prime membership?

আমাজনে কিছু কেনাকাটি করার সময় আমরা অনেকগুলো অফার(Amazon offer) দেখতে পাই।

কার্ড অফার, এক্সট্রা অর্ডারে ৫০ টাকার ক্যাশব্যাক(Free rs 50 cashback Amazon) সহ আরো অনেক অফার যুক্ত থাকে প্রতিটা প্রোডাক্ট এর সাথেই

সম্প্রতি “Free prime” নামের একটি অপশন যুক্ত হয়েছে এই অফারের তালিকায়।

তবে এই অফার খুব সীমিত সময়ের জন্য রয়েছে। এই সময়ের মধ্যে আপনি যদি ১ টাকারও কোনো জিনিস আমাজন থেকে কেনেন, তবে আপনি প্রাইম মেম্বারশিপ পেতে পারেন

এই অফার সমস্ত প্রোডাক্ট এ available নেই। সস্তা, দামী অনেক প্রোডাক্ট এর সাথেই ফ্রী প্রাইম অফার রয়েছে। আপনাকে খুঁজে দেখতে হবে যে কোন কোন প্রোডাক্ট এ এমন অফার রয়েছে।

একবার সফলভাবে কিছু অর্ডার করে ফেলতে পারলেই আপনি পেয়ে যেতে পারেন free Amazon prime membership!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *