১০০ টাকার কমেই আনলিমিটেড কলিং সহ ইন্টারনেট এর সুবিধা পাবেন এই প্যাকগুলিতে।

বর্তমানে সারা ভারতের মোবাইল ইউজাররা সাধারণত Airtel, Vi, Jio এই তিনটি টেলিকম সংস্থার উপরে নির্ভর করে থাকেন। যত দিন যাচ্ছে, বেসরকারি এই সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যান এর দাম ক্রমশ বাড়াতেই থাকছে। অত্যাধিক রিচার্জ প্লানে জেরবার হয়ে গ্রাহকরা এক সিম কোম্পানি থেকে অন্য সিম কোম্পানিতে নিজেদের সিম শিফট করছেন অফার বুঝে।

তবে ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এখনো গ্রাহকদের খুব অল্প খরচে অসাধারণ পরিষেবা দিচ্ছে। বিএসএনএল এর আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১ জিবি ডাটা অফার ১০০ টাকার কম থেকেই শুরু হচ্ছে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি অনেক দাম চার্জ করে থাকেন গ্রাহকদের কাছ থেকে।

আজ BSNL এর এমন তিনটি প্ল্যান এর কথা বলবো যেগুলি গ্রাহকদের কাছে সত্যিই আকর্ষণীয় হতে চলেছে। আপনি যদি অল্প টাকায় প্রতিদিন আনলিমিটেড কলিং(unlimited calling) এবং ১ জিবি, 500mb ডাটা পেতে চান তাহলে এই প্ল্যানগুলোর থেকে ভালো প্ল্যান আপনি আর কোন টেলিকম অপারেটরের থেকে পাবেন না।

১০০ টাকার আশপাশে BSNL এর এই প্ল্যানগুলি গ্রাহকদের কাছে খুবই উপকারী হতে পারে।

১. ৮৭ টাকার প্ল্যান: খুব কম খরচে, মাত্র 87 টাকাতেই বিএসএনএল ইউজাররা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১ জিবি ইন্টারনেট সহ ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্লান এর সাথে কোন রকম এসএমএস এর অফার যুক্ত নেই। আপনি যদি ১০০ টাকার কমে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১ জিবি ইন্টারনেটের সুবিধা চান, সবথেকে সস্তা এই প্লানটি আপনি ইউজ করতে পারেন।

২. ৯৯ টাকার প্ল্যান: প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং চাইলে, ৯৯ টাকাতেই আপনি এই অফার পেয়ে যাবেন। আপনি যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে। এই প্ল্যানে আপনি 18 দিনের বৈধতা পাবেন। সাথে ইন্টারনেট বা এসএমএস এর কোন সুবিধা পাবেন না।

৩. ১১৮ টাকার প্ল্যান: এই প্লান্টে রিচার্জ করলে আপনি ২০ দিন আনলিমিটেড ভয়েস কলিং পাবেন এবং প্রতিদিন ৫০০ এমবি নেট পাবেন। কোনরকম এসএমএস এর সুবিধা থাকবে না। তবে আপনি যদি পোর্ট করতে চান তাহলে সেই এসএমএস করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *