আপনার 4G স্মার্টফোন থেকে কীভাবে Jio True 5G পরিষেবা পাবেন?

দেশজুড়ে 5G পরিষেবা (5G Network Service) শুরু হয়ে গেছে। এর সাথে তাল মিলিয়ে রিলাইয়েন্স জিও (Reliance Jio) এই পরিষেবা শুরু করে দিয়েছে। তবে প্রাথমিক ভাবে এখন দেশের চারটি প্রধান প্রধান শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। এই শহর গুলির মধ্যে রয়েছে দিল্লি (Delhi), কলকাতা (Kolkata), মুম্বাই (Mumbai) ও বারাণসী (Baranashi)। তবে এই শহরগুলিতে এখন 5G পরিষেবার ট্রায়াল চলছে। ট্রায়াল পর্ব শেষ হলে আরো বেশ কিছু শহরে জিও তাদের 5G পরিষেবা শুরু করবে। আপনার ফোনটি যদি 5G হয়। তবে আপনি একটি সেটিং করেই 5G পরিষেবা ব্যাবহার করতে পারবেন। তবে জানেন কি? কিভাবে করবেন সেই সেটিং? আজকের প্রতিবেদনে আপনাদের এই নিয়ে বিস্তারিত জানাবো। গত ৫ই অক্টোবর থেকে জিও দেশের প্রধান চারটি শহরে 5G পরিষেবা চালু করেছে। তবে এখন 5G-এর বিটা ট্রায়াল (Beta Trial) হচ্ছে। এর জন্য গ্রহকেরা বিশেষ ওয়েলকাম অফার (Welcome Offer) পাচ্ছেন। যারা জিও বিটা ট্রায়ালে অংশ নিয়েছেন, তারা 1 Gbps + পর্যন্ত স্পিড সহ আনলিমিটেড 5G ডেটা পাচ্ছেন। এই চারটি শহরে 5G নেটওয়ার্ক কভারেজ যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত গ্রহকেরা এই সুবিধা পাবেন। তবে প্রাথমিক ভাবে চারটি শহরে শুরু হলেও, ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এগুলি চালু হয়ে যাবে।

তবে সকলেই জিও ওয়েলকাম অফার পাবেন না। আপনি যদি দিল্লি, কলকাতা, মুম্বাই বা বারাণসী শহরের বাসিন্দা হন তবেই এই পরিষেবা ব্যাবহারের জন্য এসএমএস দ্বারা একটি আমন্ত্রণ পাবেন। তবে এর জন্য আপনার ফোনটি অবশ্যই 5G হতে হবে। কিন্তু নতুন করে জিও 5G সিম কেনার প্রয়োজন নেই। আপনার ফোনটি 5G হলেই, আপনি 4G সিম দ্বারাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে গিয়ে 5G অন করে নিতে হবে।

Jio True 5G পরিষেবা ফোনে অটোমেটিক ভাবে আপগ্রেড (Auto Upgrade) হয়ে যাবে। এটি চালু হলে শুধু একটি সেটিং করেই (Setting) 5G নেটওর্য়াক ব্যাবহার করতে পারবেন। কিভাবে সেটিং করবেন? ধাপে ধাপে জেনে নিন।

১) প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনের ‘সেটিংস’ অফশনে যেতে হবে।
২) এরপর ‘মোবাইল নেটওয়ার্ক’ বিকল্পটি নির্বাচন করতে হবে।
৩) ‘মোবাইল নেটওয়ার্ক’-এ গিয়ে সিমটি নির্বাচন করে নিতে হবে।
৪) এরপর আপনাকে ‘Preferred network type’ অপশনটি বেছে নিতে হবে।
৫) এই অপশনটি ট্যাপ করুন। শেষে 5G নেটওয়ার্করল টাইপ সিলেক্ট করলেই সম্পন্ন হবে আপনার 5G নেটওয়ার্ক সেটিং।

এরপরই আপনি 4G থেকেই বহুগুণ বেশি স্পীডে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *