অপেক্ষা আর কয়েক ঘন্টার, চাঁদের উদ্দেশে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩।

আরো একবার এক গৌরবময় সময়ের সাক্ষী থাকতে চলেছে ভারতবাসী। আগামী শুক্রবার দুপুর ২:৩৫ নাগাদ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ইসরোর চন্দ্রযান-৩। আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের পিঠে স্পর্শ করার প্রস্তুতি নিতেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

আগামী শুক্রবার দুপুরেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান ৩, ইতিমধ্যে তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হবে চাঁদের উদ্দেশ্যে। আরে গৌরবময় সময়ের অপেক্ষায় রয়েছে সমস্ত ভারতবাসী।

ইসরোর চন্দ্রযান ৩ এর স্পেসিফিকেশন সম্পর্কে সংক্ষেপে জেনে নিন।

১. এর কেন্দ্রে আছে এলভিএম-৩ রকেট। যা চন্দ্রযানটিকে শক্তি জোগাবে এবং পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এটিকে কক্ষপথের বাইরে ঠেলে দেবে। এই রকেটটিকে বলা হয় ভারতের বাহুবলি।

২. রকেট এর মধ্যে জ্বালানির দুটি স্তর রয়েছে। একটি মধ্যে থাকবে কঠিন জ্বালানি এবং অন্যটির মধ্যে থাকবে তরল জ্বালানি।

৩. উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে চলতে শুরু করবে তরল জ্বালানি। ২০৩ সেকেন্ড ধরে এটি চালনা করবে রকেটটিকে।

অতীতে isro চন্দ্র যান ২ ব্যর্থ হয়েছিল। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর তারিখের ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠের নামতে ব্যর্থ হয়েছিল ISRO। এর আগে পাঠানো অরবিটরটি এখনো চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে তাই এবারের নতুন মিশনে নতুন কোন অরবিটরটি পাঠানো হচ্ছে না ইসরো এর তরফ থেকে। এবার চন্দ্রযান-৩ এর সাথে যাবে ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।

চাঁদের মাটিতে এই যানটি নামার পর দু’সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এই মিশনে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাহায্যও নেওয়া হবে।

আপাতত সারা ভারতবাসী অপেক্ষা করে আসে সেই মাহেন্দ্রক্ষণ এর। আর মাত্র কয়েক ঘন্টা, চাঁদের উদ্দেশে রওনা করার জন্য প্রস্তুত ইসরোর চন্দ্রযান-৩।

Scroll to Top