মোবাইলে অ্যাপ ইন্সটল করার সময় সাবধান।এগুলি এড়িয়ে না গেলে মারাত্মক ক্ষতি।

বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। যোগাযোগ ব্যবস্থাকে হাতের মুঠো এনে দিয়েছে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস গুলো। বিনোদন, সিনেমা দেখা, গল্প করা ,বন্ধুদের সাথে ভিডিও কল করা, লোকেশন শেয়ার করা, নতুন অ্যাপ তৈরি করা, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি বহু কাজ আমরা মোবাইলের সাহায্যেই করে ফেলতে পারি।

স্মার্ট ফোন মানে ই প্রথমেই মাথায় আসে কিছু অ্যাপসের কথা। মূলত অ্যাপ্লিকেশন ছাড়া স্মার্টফোন কিন্তু অচল। বিভিন্ন রকম কাজকে সুবিধা করে নেওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন রকম অ্যাপ ইন্সটল করে থাকি। গুগল প্লে স্টোর আপেল ষ্টোর সহ একাধিক জায়গা থেকে অ্যাপ ইন্সটল করা যায় মোবাইলে।তবে অ্যাপ ইন্সটল করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখা উচিত না হলে পরবর্তীকালে বিপুল ক্ষতি হতে পারে আপনার

জেনে নিন অ্যাপ ইন্সটল করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত:

১. কোন অ্যাপ ইন্সটল করার সময় কি কি ব্যাপারে পারমিশন দিচ্ছেন সেই বিষয়ে সতর্ক থাকুন। অনেক সময় আমরা অযাচিত পারমিশন দিয়ে থাকি, যে গুলির কারণে ভবিষ্যতে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

ফোনে যে কোন রকম অ্যাপ ইন্সটল করার সময় বিভিন্ন রকম পারমিশন দিতে হয়। আপনি সেই অ্যাপকে ফোনের সব কিছুর এক্সেস দিয়ে দিচ্ছেন কিনা, সেই ব্যাপারে ভালো করে জেনে নিন।

২. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীররা বিভিন্ন থার্ড পার্টি থেকে অ্যাপ ডাউনলোড করার সুযোগ পান। তবে apple ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ স্টোর বা ওয়েবসাইট থেকে অ্যাপ ইন্সটল করার অনুভূতি পান না। তবে থার্ড পার্টি থেকে অ্যাপ ইন্সটল করা ফোনের জন্য বিপদজনক। কারণ এই অ্যাপগুলির মাধ্যমে ফোনে বিভিন্ন রকম ভাইরাস এবং ম্যালওয়ার ঢুকে যেতে পারে। তাছাড়া বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে হ্যাকাররা গ্রাহকদের ফোনে নজরদারি করে থাকেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে অনায়াসে।

৩. আমাদের ফোনে একাধিক অ্যাপ থাকে। এমন বেশ কিছু অ্যাপ থাকে যেগুলি আমাদের কোন প্রয়োজন নেই তবে আমরা ফোনে ইন্সটল করে রাখি। এই অ্যাপগুলি ক্রমশ ডিভাইসের একটা বড় জায়গা দখল করে রাখে এবং দিনে দিনে মোবাইল কে স্লো করে দেয়।

৪. ফোনের একটিভিটি ট্রাকিং বন্ধ করে রাখা উচিত। অনেক সময় দেখা যায় যে আপনি কোন কিছু সার্চ করছেন এবং ভবিষ্যৎ কালে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে এবং সোশ্যাল মিডিয়াতে সেই সংক্রান্ত খবর দেখতে পাচ্ছেন। তাই যেকোনো অ্যাপ ইন্সটল করে রাখলে তার এক্টিভেট ট্রাকিং করার পদ্ধতি আছে কিনা সেটি চেক করে রাখবেন এবং বন্ধ করে রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *