দ্রুত কমছে ল্যাপটপের চার্জ? সমাধান করবে গুগল ক্রোম।

ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে অন্যতম একটি সমস্যা হলো ব্যবহার করার সময় ল্যাপটপের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে এবার থেকে ল্যাপটপ ব্যবহারকারীদের চিন্তা অনেকটাই কমবে। কারণ গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য এনেছে এমন একটি ফিচার, যেটির মাধ্যমে ল্যাপটপের চার্জ আগের মত দ্রুত শেষ হবেনা এবং দীর্ঘক্ষন চার্জ থাকবে।

সাম্প্রতিক গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য মেমোরি সেভার এবং এনার্জি সেভার মোড নিয়ে এসেছে। মনে তো ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর জন্য এই ফিচারটি আনা হয়েছে। নতুন ফিচার এর মাধ্যমে ব্রাউজারের কর্মক্ষমতা যেমন উন্নত হবে তেমন ব্যাটারির আয়ুও বাড়বে।

মেমোরি সেভার মোডের মাধ্যমে গুগল ক্রোম এবার থেকে নিষ্ক্রিয় ট্যাব থেকে মেমোরি সরাসরি মুছে দেবে। এইভাবে কম্পিউটারের মেমোরি সেভ করতে সহায়তা করবেন নতুন এই ফিচারটি। দীর্ঘক্ষণ ধরে যদি ব্রাউজারে অনেকগুলি ট্যাব খোলা থাকে এবং সেগুলো যদি ব্যবহার না করা হয় তাহলে গুগল ক্রোম এবার থেকে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেবে। এটির মাধ্যমে ভিডিও এবং গেমিং ট্যাব গুলি মসৃণ ভাবে চলবে এবং অত্যন্ত দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এনার্জি সেভানোর মোড অন করলে ব্যাকগ্রাউন্ড এর কার্যকলাপ, অ্যানিমেশন এবং ভিডিও ফ্রেম রেট নিষ্ক্রিয় করে, স্ক্রলিং ফিচার নিষ্ক্রিয় করে এনার্জি সেভার মোড ব্যাটারি সংরক্ষণ করা শুরু করবে।

ব্যবহারকারীদের পছন্দমত গুগল ক্রোমের এনার্জি সেভার মোডে দুটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হল কখনো ল্যাপটপের ব্যাটারি ২০ পার্সেন্ট বা তার কম হলে এই অপশনটি অটোমেটিক চালু হয়ে যাবে। আবার কম্পিউটার আনপ্লাগ হয়ে গেলে অটোমেটিক চালু করার অপশনও দেওয়া হয়েছে।

কোনরকম সমস্যার কারণে যদি ফিচারটি বন্ধ করতে চান, তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে সেটির অপশনে যেতে হবে তারপর পারফরম্যান্স অপশনে ক্লিক করে মেমোরি সেভার বা এনার্জি সেভার মোড বন্ধ বা চালু করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *