এখনকার ডিজিটাল যুগে প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন, আর প্রতিটা স্মার্ট ফোনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হলো গুগল। গুগলের কাছে আমাদের প্রয়োজনীয় প্রায় সকল তথ্যই থাকে। আমরা কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে কি বিষয়ে সার্চ করছি, আমরা কোন কোন ওয়েবসাইট ভিজিট করছি ইত্যাদি সমস্ত তথ্য থাকে গুগলের কাছে।
এজন্য আমাদের গুগল একাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে, তা আমাদের প্রাইভেসি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গম্ভীর একটি সমস্যা।
এজন্য আমাদের প্রত্যেকের উচিত গুগল একাউন্ট সুরক্ষিত রাখা। আপনার যদি কারো প্রতি সন্দেহ হয় যে সে আপনার google একাউন্ট ব্যবহার করছে, তাহলে আপনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারেন।
গুগল ব্যবহারকারী ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের যাতে অপব্যবহার না হয়, তার জন্য অ্যাকাউন্ট মনিটর করার সুবিধা চালু করেছিল গুগল সংস্থা। তাছাড়া এটির মাধ্যমে আপনার একাউন্ট নিরাপদ রাখারও সুযোগ পাবেন।
এইজন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের সেটিং এপ্লিকেশনে গিয়ে নিচের দিকে স্ক্রল করে গুগল অপশনে ট্যাগ করতে হবে।
এরপরে ‘Manage your Google account’ অপশনে ক্লিক করুন।
তারপর সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
‘Manage all devices’ নামের একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করতে হবে।
এখান থেকেই আপনি দেখতে পারবেন যে আপনার google একাউন্টের সাথে অন্য কোন ডিভাইস সংযুক্ত রয়েছে কিনা।
এরপর যদি আপনি সন্দেহজনক কোন ডিভাইসের নাম এই তালিকায় দেখতে পান তাহলে সেই ডিভাইসের নামের অপশনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে একটি ‘Sign out’ অপশনে ক্লিক করুন। কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও যদি আপনার গুগল একাউন্ট ব্যবহার করে থাকে সেটিও আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন।
আপনার গুগল একাউন্টে নিরাপত্তা আরো জোরদার করার জন্য দুই ধাপ ভেরিফিকেশন চালু করতে পারেন। তাছাড়া বর্তমানে গুগল অ্যাকাউন্টে লগইন করার জন্য পাসকি সিস্টেম চালু করেছে গুগল। এখানে আপনি পাসওয়ার্ড না বসিয়েই বায়োমেট্রিক বা পিনের মাধ্যমে গুগল একাউন্টে লগইন করতে পারবেন।