১৫০০০ টাকারও কমে ভারতে লঞ্চ হতে চলেছে Nokia 5G স্মার্টফোন, অপেক্ষা আর একদিনের।

নোকিয়া কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর তারিখে ভারতের নোকিয়া ৫জি স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনো পর্যন্ত মোবাইলটির মডেল নম্বর সঠিকভাবে জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে যে এই মোবাইলটি হতে পারে Nokia G42 5G। সম্প্রতি এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হলো। যা দেখে আপনারা অবশ্যই চমকে যাবেন।

এই মোবাইলটি গ্লোবাল মার্কেটে এখন বিক্রি হচ্ছে। গ্লোবাল মার্কেটে ফোনটির দাম আছে ১৯৯ ডলার। এই টাকার পরিমান ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা। ভারতের বাজারে লঞ্চ হলে প্রথম দিকে এই ফোনটির দাম অনেকটাই কম থাকবে। আশা করা যাচ্ছে যে ফোনটির দাম ১৫০০০ টাকারও কম থাকতে পারে প্রাথমিকভাবে। Nokia G42 5G ফোনটি 15 হাজার টাকার বাজেটেই লঞ্চ করা হতে পারে। ফাইভ জি ফোনগুলির মধ্যে ১৫ হাজার টাকার কমে এই ফোনটি অন্যতম একটি ভালো অপশন হতে পারে, যদি আপনার বাজেট ১৫ হাজার টাকা থাকে।

মোবাইলটির বিশেষত্ব গুলি হল, Qualcomm Snapdragon 480+ প্রসেসর, 6.5″ 90Hz Display, 50MP Rear Camera, 20W 5,000mAh Battery, 6GB RAM + 128GB Storage ! এই দামের মধ্যে অন্যান্য ফোনগুলি তুলনায় অনেক বেশি ফিচার রয়েছে এই মোবাইলটিতে।

এই মোবাইলের ডিসপ্লেতে থাকছেন ৯০ হার্টস রিফ্রেশ রেট। ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে, যা মোবাইলের যেকোনো কাজকে অত্যন্ত দ্রুততার সাথে করতে পারে। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুথ।

ফটোগ্রাফি করার শখ থাকলে এই মোবাইলটি অন্যতম একটি ভালো অপশন হতে পারে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য এবং ভিডিও কল করার জন্য রয়েছে চার মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৫০০০ মেগা অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যা ফোনটিকে দীর্ঘ সময় পর্যন্ত চালু রাখবে। এছাড়া মোবাইলের সাথে দেওয়া হবে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং, যা অত্যন্ত দ্রুততার সাথে চার্জিং শেষ করতে পারে।

Scroll to Top