দেশজুড়ে চলতি মাসেই চালু হতে চলেছে 5G নেটওয়ার্ক (5G Network Service)। দেশের গ্রাহকদের জন্য এটি খুবই সুখররের। ইতিমধ্যে অনেক সংস্থা স্পেকট্রাম নিলামের অর্থ প্রদান করেছেন। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (Department Of Telecommunication/DoT) টেলিকম সংস্থা গুলিকে 5G চালু করার প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট লেটার জারি করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) গত বৃহস্পতিবার টুইটারে টুইট করে লিখেছেন, “5G আপডেট: স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট লেটার ইস্যু করা হয়েছে, টেলিকম পরিষেবা প্রদানকারীদের 5G চালু করার জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।” দেশের দুটি বড় টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল (Indian Airtel) দেশজুড়ে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করার প্রায় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। সব ঠিক ঠাক থাকলে দেশের মানুষ এই মাস থেকেই 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। প্রতিবেদন থেকে বিস্তারিত খবর জেনে নিন।
বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে স্পেকট্রামের অগ্রিম হিসাবে সরকার 17,876 কোটি টাকা পেল
দেশজুড়ে 5G স্পেকট্রাম নিলামে বিভিন্ন টেলিকম যথা ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও(Reliance Jio), আদানি ডেটা নেটওয়ার্ক(Adani Data Network) এবং ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) নানা ব্র্যান্ডের স্পেকট্রাম কিনেছেন। সম্প্রতি বিভিন্ন সংস্থাগুলি স্পেকট্রাম নিলামের অর্থ বাবদ DoT কে কিস্তি জমা করেছে। সংস্থাগুলির কাছথেকে DoT ১৭,৮৭৬ কোটি টাকা পেয়েছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি ২০টি বার্ষিক কিস্তির মাধ্যমে স্পেকট্রাম নিলামের অর্থ প্রদান করবে বলে সিন্ধান্ত নিয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) স্পেকট্রাম নিলামের অর্থ বাবদ DoT কে ৮,৩১২.৪ কোটি টাকা জমা দিয়েছে, যা চারটি কিস্তির সমান। এ নিয়ে এয়ারটেল কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল মিত্তাল (Sunil Mittal, Chairman Of Airtel) মিডিয়াকে জানিয়েছেন, তাদের সংস্থা স্পেকট্রামের জন্য ৮,৩১২.৪ কোটি টাকা কিস্তি মিটিয়েছে এবং তার জন্য সংস্থাকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য বরাদ্দ পত্র দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও DoT-কে স্পেকট্রাম বাবদ ৭,৮৬৪.৭৮ কোটি টাকা অর্থ প্রদান করেছে। যেখানে অন্যনা সংস্থা যেমন ভোডাফোন আইডিয়া এবং আদানি ডেটা নেটওয়ার্ক যথাক্রমে ১,৬৭৯.৯৮ কোটি টাকা এবং ১৮.৯৪ কোটি প্রদান করেছে।
স্পেকট্রাম নিলামে কোন টেলিকম সংস্থা কত টাকার বিড করেছে জেনে নিন
5G স্পেকট্রাম নিলামে ১.৫ লক্ষ কোটি টাকার বিড পাওয়া গেছে। যার মধ্যে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার বিড দিয়ে 5G স্পেকট্রামের প্রায় অর্ধেক কিনে নিয়েছেন। গৌতম আদানির আদানি গ্রুপ ৪০০ MHz ব্র্যান্ড নেটওয়ার্কের জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছিল। অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল এই নিলামে স্পেকট্রাম কিনে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার বিড করেছে। এছাড়া আরেকটি টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া বিড করেছে ১৮,৭৮৬.২৫ কোটি টাকার বিড করেছে।