মোবাইল ফোন দীর্ঘদিন ভালো রাখার ৭ টি টিপস।

এখনকার দিনে আমাদের প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। এক একটা স্মার্ট ফোনের সাধারণ আয়ু হয় তিন থেকে পাঁচ বছর। তবে সঠিকভাবে ব্যবহার করলে এর দ্বিগুণ বা তারও বেশি সময় পর্যন্ত একটি মোবাইল ব্যবহার করা যেতে পারে। অনেকেই আছেন যারা দীর্ঘ 8-10 বছর ধরে একই ফোন ব্যবহার করে আসছেন, আবার অনেকের এক দু বছরের মধ্যেই ফোন খারাপ হয়ে যায়।

আজকের এই প্রতিবেদনে জেনে নিন মোবাইল ফোনের স্বাস্থ্য ভালো রাখার ৭ টি উপায়, যেগুলি মেনে চললে আপনার ফোন দীর্ঘদিন ভালো থাকবে।

ভালো স্ক্রিন প্রটেক্টর এবং ফোন কেস:

মোবাইলের স্ক্রিন এবং বডি যাতে ছোটখাটো আঘাতে ড্যামেজ না হয়ে যায় তার জন্য অবশ্যই একটি ভাল স্ক্রিন প্রটেক্টর এবং একটি ফোন কেস ব্যবহার করুন। কখনো দুর্ঘটনাবশত আপনার হাত থেকে ফোন পড়ে গেলে বা ফোনের সাথে কোন কিছু ধাক্কা খেলে স্ক্রিন এবং ফোনের বডি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে।।

ব্যাটারির যত্ন নিন:

মোবাইল ফোনের স্বাস্থ্য ভালো রাখার সবথেকে ভালো উপায় হল ব্যাটারির যত্ন নেওয়া। কখনোই আপনার মোবাইলটিকে অতিরিক্ত চার্জ করবেন না। সামান্য চার্জ কমলেই ঘন ঘন চার্জে বসাবেন না। মোবাইলে চার্জ 10% নিচে নামলে তখনই চার্জে বসান।

অতিরিক্ত গরম থেকে ফোন দূরে রাখুন:

অতিরিক্ত গরম আপনার ফোনের স্বাস্থ্যের জন্য খারাপ। এ জন্য অবশ্যই আপনার ফোনকে কখনোই কোন গরম স্থানে রাখবেন না।

মোবাইল পরিষ্কার রাখুন:

আপনার স্মার্টফোনটিকে সবসময় ধুলোবালি এবং নোংরা ময়লা থেকে দূরে রাখুন। সম্ভব হলে কিছুদিন পর পর পরিষ্কার টিস্যু দিয়ে এটিকে মুছে পরিষ্কার করে ফেলতে পারেন।

ফোনে যথেষ্ট পরিমান স্পেস খালি রাখুন:

মোবাইল ফোনের স্পেস বেশি থাকলে মোবাইল ফোন দ্রুততার সাথে কাজ করে। যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে তখন দেখতে পারবেন সমস্ত ফাংশন সঠিকভাবে কাজ করছে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ফোনের স্পেস যথেষ্ট পরিমাণে ফাঁকা রাখতে।

অ্যাপ আপডেটেড রাখুন:

স্মুথলি মোবাইল ব্যবহার করার জন্য প্রত্যেকটি অ্যাপকে আপডেটেড রাখা জরুরী। এজন্য আপনারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপগুলিকে সময়মতো আপডেট করে ফেলুন। এতে করে আপনি দীর্ঘদিন মোবাইল স্মুথলি ব্যবহার করতে পারবেন।

অদরকারী অ্যাপ ডাউনলোড করবেন না:

যে সমস্ত অ্যাপের আপনার প্রয়োজন নেই সে সমস্ত অ্যাপ খালি খালি ডাউনলোড করে স্পেস নষ্ট করবেন না। এতে করে আপনার ফোনটি স্লো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাছাড়া যে কোন সোর্স থেকে না বুঝে শুনে অ্যাপ ডাউনলোড করার ফলে আপনার মোবাইল হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে।

Scroll to Top