পরিবেশ (Enviourment) রক্ষায় অবদান রাখেন এমন মানুষ হাতে গোনা কয়েকজন। মানুষ তার ব্যস্ত রুটিন থেকে সময় বের করে পরিবেশ রক্ষার বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে ব্যাস্ততার মাঝেও এমন অনেক মানুষ যাঁরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। অনেকেই আছেন পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছপালা রোপন করে থাকেন, আবার অনেকে নিয়মিত গাছের পরিচর্যা করতে ভালোবাসেন। এমনই এক ব্যাক্তি হলেন আইআরএস অফিসার(IRS Officer) রোহিত মেহরা(Rohit Mehra), যিনি নিজেকে পরিবেশ রক্ষায় কাজে নিয়োজিত করেছেন। এখনো পর্যন্ত তিনি ১০ লাখের বেশি চারা গাছ রোপণ করেছেন। বিভিন্ন শহরে তিনি তৈরি করেছেন সবুজের সমাহার।
আইআরএস রোহিত মেহরা
রোহিত মেহরা পাঞ্জাবের অমৃতসরের(Amritsar) বাসিন্দা। তিনি একজন আইআরএস অফিসার। তিনি শিক্ষালাভ করেছেন ডিএভি কলেজ (DAV College) থেকে এবং এরপর আইআরএস পোস্টে যুক্ত হয়েছেন। তাঁর ছোটবেলা থেকেই গাছ-গাছালির প্রতি ভালোবাসা ছিল। যখন সময় পেতেন তখনই তিনি গাছেদের সঙ্গে সময় কাটাতেন। বর্তমানে তিনি পরিবেশ রক্ষায় নিজেকে নিয়োজিত করেছেন এবং বিভিন্ন শহরে তিনি বৃক্ষ রোপন করছেন।
পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে তৈরি করেছেন সবুজ বাগান
ছোট বেলা থেকেই রোহিত মেহেরার গাছপালার প্রতি ভালোবাসা ছিল। আর সেই ভালবাসা থেকে
লুধিয়ানা রেলস্টেশনে প্রথম একটি বাগান তৈরি করেছিলেন তিনি। এরপর তিনি এ কাজে আরো মনোবল পান এবং পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যে চারা গাছ লাগাতে শুরু করেন। এখনো পর্যন্ত তিনি সাঙ্গুর(Sangur), সুরাট(Surat), অমৃতসর(Amritsar), লুধিয়ানা(Ludhiana), জলন্ধর(Jalandhar), বাটালা(Batala), বরোদা(Baroda) এবং ধ্যানপুরের(Dhanpur) মতো অনেক ছোট এবং বড় শহরে চারা রোপণ করেছেন।পরিবেশের প্রতি তাঁর দায়বদ্ধতা সত্যিই অতুলনীয়। এ কাজ তিনি ২০০৪ সাল থেকে শুরু করেছেন।
১০ হাজার অরণ্য তৈরির লক্ষ নিয়ে এগোচ্ছেন
এখনো পর্যন্ত তিনি ১১ লক্ষের বেশি চারা গাছ রোপন করেছেন। বিগত ১৮ বছর ধরে তিনি পরিবেশ রক্ষায় কাজ করে আসছেন। ভারতের মধ্যে ২৫০টির বেশি শহরে তিনি সবুজের সমাগম ঘটিয়েছেন। তিনি ১০ হাজার অরণ্য তৈরির লক্ষ নিয়ে এগোচ্ছেন। তাঁর স্ত্রী তাঁকে এ কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন। তিনি গ্রিন ম্যান হিসাবে পরিচিতি লাভ করেছেন।
গাছেদের চিকিৎসার জন্য তিনি হাসপাতাল খুলেছেন
রোহিত মেহরা ২০২০ সালে গাছেদের চিকিৎসার জন্য “পুষ্প বৃক্ষ ও উদ্ভিদ হাসপাতাল এবং ডিসপেনসারী” নামে একটি হাসপাতাল(Hospital) স্থাপন করেছেন। এই হাসপাতালে ট্রি সার্জন, উদ্ভিদবিদ, বনবিশেষজ্ঞ এবং স্বেচ্ছাসেবকরা যুক্ত রয়েছে। বিশেষ বিষয় হলো তাঁরা এই কাজের জন্য কোনো অর্থ নেননা। মূলত অসুস্থ বা রোগগ্রস্থ গাছকে চিকিৎসা করার জন্য তৈরি করা হয়েছে এটি।
গাছের চিকিৎসার জন্য রয়েছে অ্যাম্বুলেন্স
ওই হাসপাতালের হেল্পলাইন নম্বর(Helpline Number) রয়েছে। যেখানে আপনি কল করে ৩৩ ধরনের গাছপালা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং তা সম্পূর্ণ বিলমূল্যে। এমনকি অসুস্থ গাছপালা চিকিৎসা করার জন্য রয়েছে একটি ট্রি অ্যাম্বুলেন্স। গাছে দেওয়ার সার, কীটনাশক, বাগান তৈরি করার সরঞ্জাম এবং গাছে ওঠার মই-এর মত সরঞ্জাম রয়েছে অ্যাম্বুলেন্সে। এখনো পর্যন্ত তিনি এই অ্যাম্বুলেন্স ব্যবহার করে ১২ হাজারেরও বেশি গাছকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন।