SBI এর ওপরে কোটি টাকার জরিমানা দিচ্ছে RBI! সমস্ত গ্রাহকদের চিন্তায় উড়লো ঘুম! সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত।

SBI অর্থাৎ State Bank of India হলো ভারতের সবথেকে বড়ো সরকারি ব্যাঙ্ক যার গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এই ব্যাংকটিকে নিয়ে মানুষের অভিযোগ থাকে সহযোগিতা কম পাওয়ার তবুও মানুষের সবথেকে বিশ্বাসযোগ্য ব্যাঙ্ক এটিই। তবে যত বড়ই কেউ হও বা যত বড়ই রাষ্ট্রায়ত্ত ব্যাংক হও, নিয়মের উর্ধ্বে যে কেউ না তা বুঝিয়ে দিলো RBI! কি ব্যাপার? বিস্তারিত জানুন।

দেশের সমস্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর বিভিন্ন বিষয়ে বিশেষ নজর রাখতে গিয়েই SBI সহ বেশ কিছু একাধিক ব্যাংকের নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। যার ফলস্বরূপ SBI কেও দেওয়া হয়েছে জরিমানা। স্বাভাবিক ভাবেই দেশের এত বড় একটি ব্যাংকের উপর এমন জরিমানার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো দুশ্চিন্তায় ঘুম উড়েছে সবার।

RBI এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, SBI অর্থাৎ State Bank of India কে ১.৩ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাঙ্ক ছাড়াও Indian Bank কেও ১.৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ঋণ সহ একাধিক বিষয়ে নিয়ম লঙ্ঘন করায় এই জরিমানার মুখোমুখি হতে হয়েছে ব্যাঙ্কগুলিকে।

এছাড়াও একাধিক ব্যাঙ্ক রয়েছে এই জরিমানার আওতায়। এবার সকলেই চিন্তা এটাই যে দোষ তো ব্যাংক করেছে, গ্রাহকরা তো দোষী নন। তাহলে এই শাস্তি গ্রাহকরা পাবেন কিনা অর্থাৎ গ্রাহকের এবার ঠিক কি হবে সেটাই সবার চিন্তার।

তবে এই বিষয়ে RBI আশ্বস্ত করে জানিয়েছে যে এর প্রভাব গ্রাহকদের ওপরে পড়বেনা। কারণ কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই দিকে নজর রাখবে। তবে ফের ঘটলে তা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।

Scroll to Top