শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বড় ঘোষণা : SSC- র মাধ্যমে পুজোর আগেই হবে শিক্ষক নিয়োগ

এসএসসির মাধ্যমে পশ্চিমবঙ্গে পুজোর আগেই হতে চলেছে শিক্ষক নিয়োগ। এবারের শূন্য পদ প্রায় একুশ হাজার। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই আশ্বাস দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুর এই ঘোষণায় আশার আলো দেখছেন অসংখ্য শিক্ষিত বেকার যুবক-যুবতী ।সোমবার বিকাশ ভবনে ফের বৈঠকে বসেন ব্রাত্য বসু । সাধারণত এই বৈঠকে উচ্চ প্রাথমিক,নবম দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

SSC-র মাধ্যমে পুজোর আগেই নিয়োগ হতে চলেছে 21 হাজার শূন্যপদের।

শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন আমরা আরো একমাস সময় নিচ্ছি যাতে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়েন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাম্প্রতিক কালে ই ডি (ED) তাকে গ্রেপ্তার করে । পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর শিক্ষক নিয়োগের এই ঘোষণা নিঃসন্দেহে আন্দোলনকারীদের বিক্ষোভ কিছুটা হলেও প্রশমিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *