চাকরি প্রার্থীদের (Employment) জন্য সুখবর নিয়ে আসলো ভারতীয় রেলওয়ে(Indian Railways)। উত্তর-মধ্য রেলওয়ে বোর্ড (North Central Railway Board) বিপুল পরিমাণ কর্মচারী নিয়োগ করতে চলেছে, প্রকাশিত হলো তার বিজ্ঞপ্তি। প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে রেলে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ হবে। যারা চাকরি খুঁজছেন এই প্রতিবেদনটি তাদের জন্যই। চলুন আপনাদের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাই।
বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল-
১) বয়স সীমা (Age Limit) : এই নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ এর মধ্যে।
২) শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, তবে আপনাকে ন্যূনতম দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। একই সাথে ভারত সরকারের NCVT বা SCVT থেকে বাণিজ্যে ITI ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। তবেই আপনি আবেদন করতে পারবেন।
২) মোট শূন্যপদের সংখ্যা: উত্তর-মধ্য রেলওয়ে বোর্ডে ঝাঁসি(Janshi), প্রয়াগরাজ (Prayagraj) এবং আগ্রা(Agrah) বিভাগে মোট ১,৬৫৪ টি শূন্যপদে নিয়োগ করবে। যার মধ্যে প্রয়াগ রাজ বিভাগে সর্বোচ্চ ৭০৩ প্রার্থী নিয়োগ করবে রেল। অপরদিকে ঝাঁসিতে ও আগ্রা বিভাগে শূন্যপদ রয়েছে যথাক্রমে ৬৬০ ও ২৯৬ জন।
৩) আবেদন করবেন কোথায় : উত্তর মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো rrcpryj.org
৪) আবেদন ফি: আপনি যদি জেনারেল, ওবিসি(OBC) এবং ইডব্লিউএস(EWS) প্রার্থী হয়ে থাকেন তবে আপনাকে এই নিয়োগে আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীকে আবেদনের জন্য কোন ফি দিতে হবে না।
৫) আবেদনের সময় সীমা : জুলাই মাসের ২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং ১লা আগস্ট পর্যন্ত এই আবেদন করা যাবে।
৬) প্রার্থী নির্বাচন পদ্ধতি : এই নিয়োগে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের মেধার উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। মাধ্যমিক এবং ITI তে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। সেই মেধা তালিকার উপর ভিত্তি করেই প্রার্থীদের চাকরি মিলবে।