বর্তমান সময়ে মোবাইল (Mobile) খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেক্ট্রনিক যন্ত্র। মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বরং উল্টোটা দেখা যায়, একসাথে একাধিক মোবাইল ব্যবহার করতে। যাই হোক যুগের সাথে তাল মিলিয়ে এর ব্যবহার যেমন বাড়ছে, তেমনই মোবাইলের কারণে বেড়েছে দুর্ঘটনার (Accident) সংখ্যাও।
সম্প্রতি এমনই এক মোবাইল ফেটে দুর্ঘটনা ( Mobile Explosion Accident) ঘটে মধ্যপ্রদেশের বালাঘাটের একটি মোবাইল দোকানে। তবে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও মোবাইল ফেটে দুর্ঘটনা ঘটার কথা শোনা গেছে। এরূপ ঘটনা ঘটলে অনেক সময় ব্যাক্তিকে আহত হতে হয়, তবে খুবই ভালো বিষয় যে এখানে কোনো ব্যক্তিকে আহত হতে হয়নি। চলুন প্রতিবেদন থেকে এর বিস্তারিত ঘটনাটি জেনে নিন।
সম্পূর্ণ ঘটনাটি জেনে নিন
এই মর্মান্তিক ঘটনাটি মধ্যপ্রদেশের বালাঘাট শহর সংলগ্ন কানকি গ্রামের (Kanki Village) একটি মোবাইল দোকানে ঘটেছে। ওই গ্রামে বিভক্ত লিলহারের একটি মোবাইলের দোকান রয়েছে, যেখানে মোবাইল মেরামতের (Mobile Repairing) কাজ করা হয়। এই দোকানেই মোবাইল বিস্ফোরণের (Mobile Explosion) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আসলে এক গ্রাহক তার মোবাইল ফোনের ব্যাটারি মেরামত করতে দিয়েছিল দোকানটিতে।
ফোনটা মেরামত হয়ে গেলে গ্রাহক যখন তার ফোন হাতে নেয় তখন এই দুর্ঘটনাটি ঘটে। হাতে নেওয়ার পরই ফোনটা হঠাৎ ব্ল্যাস্ট হয় এবং যুবকটি মোবাইল ফোনটি হাত থেকে ছুঁড়ে দেন। ফোনটি ছুঁড়ে দেওয়ার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যুবকসহ দোকানদার। দোকানে থাকা অন্যান্য লোকজনেরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে দোকান ছেড়ে পালিয়ে যান। তবে সৌভাগ্যক্রমে এই মর্মান্তিক ঘটনায় কারোই কোন ক্ষতি হয়নি।
এই ঘটনার পর কি জানালেন দোকানের মালিক?
সমগ্র ভিডিওটি দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। প্রকাশ পাওয়া ভিডিওটি মাত্র ১৫ সেকেন্ডের। এই ঘটনায় দোকানের মালিক জানিয়েছেন, “গ্রাহক তার মোবাইল ফোনের জন্য দোকানে এসেছিল। ব্যাটারি খোলার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। সৌভাগ্যবশত, আমরা অক্ষত থেকে রক্ষা পেয়েছি এবং কোন ক্ষতি হয়নি।” তিনি আরো জানান যে, “মোবাইলের ব্যাটারি ফেটে গেলে সঙ্গে সঙ্গে মোবাইলের দোকানে গিয়ে পরীক্ষা করে দেখুন এবং দুর্ঘটনা এড়ান।”