একটি সাধারণ প্রেসক্রিপশন চাঞ্চল্যকর সাড়া জাগিয়ে তুলল নেট দুনিয়ায়, কি এমন লিখলেন এই ডাক্তার..

ডাক্তারদের প্রেসক্রিপশন লেখা নিয়ে নানান মজা কৌতুক বহু সময় ধরে ছড়িয়ে আছে, নেই রসিকতা আর মিম বানানোর কোনো অন্ত। এমনকি রসিকতার এই প্রকোপ থেকে ছাড়পান না কেমিস্ট বা সাধারণ ওষুধের দোকানের মালিক বা কর্মচারীরাও। এবারও চিকিৎসকের এক প্রেসক্রিপশন ঝড় তুললো গোটা নেট দুনিয়ায়, কিন্তু কারণ সম্পূর্ণ ভিন্ন।

Prescription

বেনসি এসডি নামের এক ব্যক্তি ফেসবুকে একটি প্রেসক্রিপশনের ছবি পোস্ট করেন। এবং কিছু সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রেসক্রিপশন টি লিখেছেন নীতিন নারায়ন (Niteen Narayan) নামের এক চিকিৎসক, তিনি কেরলের পালক্কড়ের এক স্বাস্থ্যকেন্দ্রের শিশু বিশেষজ্ঞ। তার প্রেসক্রিপশন এত আলোড়ন তোলার মূল কারণ, তিনি ইংরেজি গোটা হরফে প্রেসক্রিপশনটি লিখেছেন।
সচরাচর আমরা যে চিকিৎসকের কাছেই যাই না কেন, তাদের প্রেসক্রিপশন সত্যিই সাধারন মানুষের বোধগম্য হয় না, বা হলেও তা পরিষ্কার হরফে লেখা কখনোই নয়। কিন্তু এই চিকিৎসকের মতামত, শৈশবে তাঁর দিদি তাঁকে রুল টানা খাতায় হাতের লেখা অভ্যাস করাতেন, এবং সেই অভ্যাসের ফলেই আজও তার হাতের লেখা এমনই রয়ে গেছে।
যদিও এমন অভ্যাস কম বেশি সবার ঘরেই হয়ে থাকে, কিন্তু এমন প্রেসক্রিপশন সবার ঘরে আসে না। তাই ডাক্তারের গোটা হরফে প্রেসক্রিপশন লেখা, সাধারণ ব্যাপার হলেও চাঞ্চল্যকর তো বটেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *