বছরে এবার থেকে দু’বার উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে!

জীবনে স্কুলে-কলেজে আমরা কত পরীক্ষাই না দিয়ে থাকি! তবে জীবনের প্রথম ও দ্বিতীয় বড়ো পরীক্ষার একটা আলাদাই স্থান থাকে মনে ও জীবনে। মাধ্যমিক (Madhyamik) হলো জীবনের প্রথম বড়ো পরীক্ষা এবং দ্বিতীয় বড়ো পরীক্ষা অবশ্যই উচ্চমাধ্যমিক (Higher Secondary)! এবার সেই উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় আসতে চলেছে বড়োসড়ো বদল! এবার থেকে অর্থাৎ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার হবে এই পরীক্ষা।

এরকমই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষাপরিষদের (WBCHSE) তরফ থেকে।
বছরে দু’বার উচ্চমাধ্যমিকের মধ্যে, একবার পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ওএমআর (OMR) শিটে এবং আরেকবার দেবে সেমিস্টার (Semester) অনুযায়ী। এর আগেও এই পরীক্ষায় বহু বদল এসেছে, এসেছে সিলেবাসেও (Syllabus) বদল। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সিলেবাসের সাথে সাথে পরীক্ষাপদ্ধতিতেও এসেছে বদল। সেমিস্টারের (Semester) মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে যাতে শিক্ষার্থীদের পড়তে, লিখতে ও সহজেই বেশী পরিমাণে নম্বর তোলা সহজ হয়।
যদিও এই ঘোষণা এখনো কার্যকরী হয়নি। কার্যকরী হবার জন্য সরকারের হস্তক্ষেপ দরকার। তবে এটি যদি সত্যি কার্যকরী হয়, তাহলে এক দারুণ ঘটনা হতে চলেছে। এছাড়াও যদি এটি পরের বছর থেকে কার্যকরী হয়, তাহলে আগামীতে একাদশ শ্রেণিতেও একই নিয়ম চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানান উচ্চমাধ্যমিক শিক্ষাপরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chinranjib Bhattacharya)।


তবে এই নতুন নিয়ম যদি কার্যকরী হয়, সেইক্ষেত্রে পড়ুয়ারা কতটা উপকৃত হচ্ছে সেটাও ভাবার বিষয় এবং তা এখনো যথেষ্ট আলোচনাসাপেক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *