বর্তমানে সোশ্যাল মিডিয়া(Social media) প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ হলো WhatsApp; ভারত ও অন্যান্য দেশের কয়েক কোটি মানুষ যোগাযোগ এর মাধ্যম হিসাবে WhatsApp ব্যবহার করে থাকেন।
তবে অনেকই আছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও নিজেদের নম্বর জানাতে চায় না। বা প্রাইভেসি(Privacy) বজায় রাখতে নিজের মূল নম্বরের বদলে অন্য নম্বর দিয়ে WhatsApp খোলেন। একই সাথে দুটো সিম এর রিচার্জ(Recharge) ও চালাতে হয় অনেক ক্ষেত্রে।
তাদের জন্য এই প্রতিবেদনটি সহায়ক হবে।
জেনে নিন কিভাবে নিজের মোবাইল নম্বর ছাড়াই WhatsApp Messenger ব্যবহার করতে পারবেন।
অনেকে চান নিজেদের মোবাইল নম্বর অন্যদের না জানাতে। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই হয়। এই সমস্যা থেকে বাইরে বেরোতে কিছু সহজ ধাপ পেরিয়ে যেতে হবে। নিজের নম্বর ছাড়া WhatsApp account খোলার জন্য একটি ভার্চুয়াল নম্বরের(Virtual Number) দরকার হয় । এইরকম ভার্চুয়াল নম্বরের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত নম্বর অন্যদের না জানিয়েও ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ। দেখে নিন সেই উপায়।
বনম্বর ছাড়া কিভাবে ইউজ করবেন WhatsApp?
১. – প্রথমে Play Store থেকে ডাউনলোড করতে হবে TextNow অ্যাপ।
২.এরপর TextNow অ্যাপে নিজের বা যেকোনো একটি মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
৩. এরপর US এবং Canada এর নম্বর সিলেক্ট করতে হবে। বিনামূল্যে পাঁচটি নম্বর পাওয়া যাবে এখানে।
পছন্দের নম্বর দিয়ে আপনি যে কাউকে কল ও মেসেজ (Free call and message) করতে পারবেন। কেউ আপনার আসল নম্বর জানতে পারবে না।
৪- এবার WhatsApp Messenger ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশন করার ওই অ্যাপ থেকে পাওয়া ভার্চুয়াল নম্বর দিয়ে রেজিষ্টার করতে হবে।
৫. নম্বরের Country Code হিসাবে US এবং Canada এর কোড দিতে হবে।
৬. একটি OTP যাবে TextNow অ্যাপে। মেসেজ না গেলেও কল যেতে পারে, যেখানে ভয়েসের মাধ্যমে একটি কোড বলা হবে। সেটি বসিয়ে দিলেই হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে।
এভাবে খুব সহজ উপায়ে আপনি নিজের নম্বর না ব্যবহার করেই WhatsApp Messenger ব্যবহার করতে পারবেন।