WhatsApp কল করতে এবার থেকে লাগবে টাকা!

বিশ্বের প্রায় ১৬ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করেন। খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র ইন্টারনেটের (Internet) মাধ্যমে ব্যবহার করতে পারা যায় এই এপ্লিকেশনটি Application)। বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের অ্যাপ এটি। এটি ব্যবহার করতে কোনো টাকা লাগেনা, শুধু ইন্টারনেট কানেকসন (Internet Connection) থাকলেই হয়। কিন্তু এবার তার পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে যে এবার থেকে হোয়াটসঅ্যাপে (Whatsapp) অডিও বা ভিডিও কল করতে গেলেই টাকা লাগবে।
এই প্রস্তাবটি বেশ কিছুদিন আগেই রেখেছে TRAI এবং তা এখনো কার্যকরী হয়নি। সম্প্রতি প্রকাশিত বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপে কল করার জন্য কত চার্জ করা হবে সেই নিয়ে একটি সার্কুলার (Circular) জারি করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে সিম কার্ড ছাড়াই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে যতক্ষণ খুশি অডিও বা ভিডিও কল করা যেত হোয়াটসঅ্যাপে, ফোনে হোক কি ল্যাপটপ বা ট্যাবলেটে; সেখানে এবার ইতি টানতে চলেছে হোয়াটসঅ্যাপ। এখন সস্তায় মোবাইল কানেক্টিভিটি ছড়িয়ে পরার কারণের জন্যই এটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।


শুধু হোয়াটসঅ্যাপই নয় বরং এবার ধীরে ধীরে অন্য অডিও-ভিডিও কলিং অ্যাপ যেমন মেসেঞ্জার (Messenger), টেলিগ্রাম (Telegram), ইনস্টাগ্রাম (Instagram), গুগল ডুও (Google Duo) -ইত্যাদি অ্যাপেও কার্যকরী হতে চলেছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের নিজস্ব নিয়ম না মানার কারণে ইতিমধ্যেই প্রায় ২৩ লক্ষ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account) বন্ধ করা হয়েছে। বিভিন্ন রিপোর্ট ও গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় মার্কিন সংস্থাটির তরফ থেকে।


আবার কিছু রিপোর্ট অনুযায়ী প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল নম্বর (Mobile Number) ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিলো সম্প্রতি হোয়াটসঅ্যাপের তরফে। এর মধ্যে প্রায় ৮৪ টি দেশের মানুষ ছিলো। যদিও এই বিষয়ে কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। এমনকি এই খবরটির সত্যতা কতটা সেটা নিয়েও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে, ঘটনা সত্যি হলে প্রতি পাঁচজন ব্যবহারকারীর মধ্যে একজনের নম্বর ফাঁস হয়েছে বলেই অনুমান।

Scroll to Top