ট্রেনে ভ্রমণকারী মহিলা যাত্রীদের জন্য রেলের তরফে সুখবর! নতুন নিয়ম জারি হলো। জানুন বিশদে।

দূরে হোক বা কাছে, যাতায়াতের জন্য ট্রেন আমাদের নিত্যসঙ্গী। যত বড়ো ট্রেন, ততই বেশি কামরা ও দিনে দিনে যেন পাল্লা দিয়ে ততই ভিড় বেড়ে চলেছে ট্রেনে! সরকারের তরফে অনেক ট্রেন বাড়ানো হয়েছে যাত্রীর সুবিধার্থে ইতিমধ্যেই। সময়ের ক্রমাবর্ধনে অনেক নিয়মেরও বদল এসেছে রেলে। সেরকমই এক নতুন নিয়ম জারি করলো রেল, যে নিয়মে মহিলা যাত্রীরা বিশেষ উপকৃত হবেন। কি সেই নিয়ম আসুন বিস্তারিত জানা যাক।


দীর্ঘ সময় ধরে মহিলাদের ওপরে অন্যায় অর্থাৎ অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। মহিলাদের জন্য থাকা আলাদা কামরায় পুরুষদের উঠে পরা তো নিত্যদিনের ঘটনা হয়ে গেছে এখন। শুধু উঠেই অনেকে চুপ করে থাকেন না বরং মহিলাদের উত্ত্যক্ত করতে থাকেন সমানে। অনেক সময় কোনো পুলিশ না থাকায় এগুলোর কোনো অভিযোগও জানাতে পারেন না মহিলা যাত্রীরা। এবার এসব বন্ধ করার জন্য রেলের তরফে বলা হয়েছে একটি ডেটাবেস তৈরি করতে যেখানে এই সমস্ত সমস্যার অভিযোগ নথিভুক্ত করা যাবে।


এছাড়া মহিলা কামরায় কড়া নজরদারি ও নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে রেলের তরফে। নির্দেশ দিয়েছেন রেলের আধিকারিকেরা! শুধু মহিলা কামরাই নয় বরং অন্য সাধারণসহ বাকি কামরাগুলিতেও যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয় তার অপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। এর সঙ্গেই সন্দেহভাজন কাউকে দেখলে নজরবন্দি করতে বলা হয়েছে তাঁকে। স্পর্শকাতর অর্থাৎ যেসব এলাকায় এই ঘটনা বেশি ঘটে সেসব এলাকায় ঘন ঘন পরিদর্শন করতে বলা হয়েছে রেলের আধিকারিকদের তরফ থেকে।
অন্যান্য লোকজন শুধু নয় বরং রেল কর্মচারীদের ওপরেও নতুন নিয়ম বসেছে যাতে বলা হয়েছে যে পরিচয়পত্র ছাড়া কোনো কর্মচারীকে রেলচত্বরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবেনা। কর্মচারীদের গতিবিধির ওপরেও নজর রাখা হতে পারে বলে সূত্রের খবর।


রেলচত্বরে ফ্রি ওয়াইফাই পেয়ে সবথেকে বেশি পর্ণ ভিডিও দেখা ও ডাউনলোডের ঘটনা ভারতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়েও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেলে এইজন্য সিসিটিভিরও ব্যবহার করা হতে পারে এবার। এছাড়াও রেলের নির্দেশ অনুযায়ী রেলচত্বরে বা রেলের পার্শ্ববর্তী এলাকায়, যেখানে অসামাজিক কার্যকলাপ হতে পারে এমন জায়গা উৎখাত করা হবে এবার। অসামাজিক কার্য আড়াল হতে পারে এমন জায়গা বা গাছের আড়াল সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন রেল আধিকারীকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *