২০০ মেগাপিক্সেল ক্যামেরার অনন্য ফোন লঞ্চ করছে রেডমি, এক চার্জেই চলবে তিনদিন।

এখনকার দিনে প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। তবে নতুন ফোন কেনার আগে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেন অনেকেই। অনেকেই নির্দিষ্ট একটি সিদ্ধান্তে আসতে পারেন না যে তাদের জন্য কোন মোবাইলটি সবথেকে বেস্ট হতে পারে। তাদের এই সমস্যা দূর করার জন্য আজকের এই প্রতিবেদন।

ভারতের বাজারে চলা মোবাইল কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি কোম্পানি হল রেডমি। সম্প্রতি Redmi একটি নতুন মোবাইল লঞ্চ করেছে যেখানে রয়েছে অন্যান্য সব ফিচার। নতুন মোবাইলটির নাম রেডমি নোট ১৪ প্রো ম্যাক্স (Redmi Note 14 Pro Max)। এই মোবাইলে রয়েছে 200 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা, যা বাজারের অন্যান্য মোবাইল কোম্পানিগুলির তুলনায় অনেক ভালো মানের। যারা কম বাজেটে ভালো স্মার্টফোনের খোঁজ করছেন, তাদের জন্য এই মোবাইলটি সবথেকে বেস্ট হতে পারে।

এই মোবাইলে থাকছে একটি শক্তিশালী ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জ দিলে একটানা তিন দিন ধরে মোবাইল ব্যবহার করতে পারবেন। এটি মোবাইলের জন্য একটি সেরা ফিচার। আমাদের প্রত্যেকের মোবাইলেই দীর্ঘস্থায়ী ব্যাটারির ব্যাকআপের প্রয়োজন হয়। অনেক মোবাইলে একবার চার্জ দিলে তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় এবং আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এই ফিচারটি অন্যান্য ফোনে উপলব্ধ থাকলেও সেগুলি কিনতে গেলে আপনার অনেক বেশি টাকা খরচ হতে পারে। তবে কম বাজেটের মধ্যে এই ফিচারটি পেতে গেলে রেডমি এই মডেলটি সবথেকে সেরা।

এই মোবাইলে থাকছে ৩২ মেগাপিক্সেলের মাইক্রোসেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের সাপোর্টেড সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, যার জন্য আপনি অন্য মাত্রায় সেলফি এবং ভিডিও কলের এক্সপেরিয়েন্স করতে পারবেন।

এই ফোনে থাকছে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। বাজারে ৩৬৯৯৯ টাকা দামে লঞ্চ হতে পারে এই মোবাইলটি। এত কিছু ফিচারের সাথে এমন দামের কম্বিনেশন এর কারণে এই মোবাইলটি আপনার জন্য সেরা একটি মোবাইল হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *