এখনকার দিনে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোন আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে দিচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি। তারই সাথে সাহায্য করছে বিভিন্ন অ্যাপস। ছবি এডিট থেকে শুরু করে পণ্য কেনা, বিক্রি করা সহ আরো একাধিক কাজে ব্যবহার করা হয় এন্ড্রয়েড অ্যাপস। এই অ্যাপস গুলি যেমন একাধারে আমাদের জন্য আশীর্বাদ, তেমনই আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে অন্যান্য জায়গায় পাচার করে দিচ্ছে এই অ্যাপসগুলি।
তথ্য চুরি করা, গুগলের পলিসি না মানা, ফোনের ক্ষতি করা সহ একাধিক কারণে গুগল এর পূর্বে বহু অ্যাপ নিষিদ্ধ করেছে। অনেক অনেক সময় আসলের মত অ্যাপসের নকল ভার্সন তৈরি করে হ্যাকাররা আমাদের সাথে স্ক্যাম করে থাকে। এই সমস্ত কারণেই গুগল মাঝে মধ্যে বিভিন্ন অ্যাপস ব্যান করে থাকে।
সম্প্রতি প্লে স্টোর থেকে ৪৩ টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল সংস্থা। গুগলের তরফ থেকে জানানো হয়েছে এই অ্যাপস গুলি স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় বিজ্ঞাপন লোড করতো। যার কারণে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। আবার কিছু কিছু অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডাটা চুরি করছিল। অ্যাপগুলি সাধারণত ক্যালেন্ডার, মিউজিক ডাউনলোডার এর মত সাধারণ অ্যাপের ছদ্মবেশে ছিল। ইনস্টল করার সাথে সাথে অ্যাপসগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করা শুরু করত।
google পরামর্শ দিচ্ছে যেকোনো অ্যাপ ইন্সটল করার আগে অবশ্যই সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে। তৃতীয় পার্টির থেকে অ্যাপ ডাউনলোড করা মোবাইলের জন্য এবং আপনার জন্য বিপদজনক। পাশাপাশি পুরনো apps মোবাইলে রাখতেও বারণ করছে গুগল। অ্যাপগুলি নিয়মিত আপডেট করার কথা বলা হয়েছে।