বাড়ির টয়লেটের কমোডের থেকেও নোংরা ল্যাপটপ, কিভাবে পরিষ্কার করবেন জানুন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে ল্যাপটপ। প্রায় প্রত্যেক বাড়িতেই এখন একজন না একজন ল্যাপটপ ব্যবহার করে থাকেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানি গুলি ল্যাপটপের দামের ওপর বিভিন্ন রকম অফার দেবার কারণে আরো বেশি সংখ্যক গ্রাহক বর্তমানে ল্যাপটপ কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সারাক্ষণ ল্যাপটপ ব্যবহার করার কারণে জমে ময়লা এবং জীবাণু। তাই ল্যাপটপ ব্যবহারের পাশাপাশি এটিকে পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন।

খাওয়ার সময় চা বা কফি পড়ে যাওয়া থেকে শুরু করে হাঁচি ও কাশির ড্রপলেট ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডে লেগে থাকতে পারে। জীবাণু ভরা এই যন্ত্রাংশ গুলিতে হাত দিলে তার থেকেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেন যে, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণুর বাস, ল্যাপটপের স্ক্রিনে থেকেও বেশি জীবাণু থাকে।

ল্যাপটপ ব্যবহার করেন অনেকেই, তবে ল্যাপটপ পরিষ্কার করার সঠিক উপায় অনেকেই জানেন না। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে সঠিক উপায়ে ল্যাপটপ পরিষ্কার করবেন।

ল্যাপটপ পরিষ্কার করার সময় কোনভাবেই জল ব্যবহার করা যাবে না। পরিষ্কার করার সময় এটিকে স্লিপ মোডে রাখতে হবে এবং চার্জার থেকে ল্যাপটপটির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। ল্যাপটপ গরম থাকলে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর এটিকে পরিস্কারে হাত লাগাতে হবে।

একটি মাইক্রো ফাইবার কাপড়ে সামান্য জল দিতে হবে। তারপর সেটি দিয়ে ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করতে হবে। ল্যাপটপ পরিষ্কার করার সময় কখনই বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়।

ল্যাপটপ পরিষ্কার করার সময় কোনরকম তরল পদার্থ ব্যবহার করা উচিত নয় এটি ল্যাপটপের মধ্যে ঢুকে ল্যাপটপটিকে খারাপ করে দিতে পারে। মাইক্রো ফাইবার কাপড় অল্প ভিজিয়ে তা ব্যবহার করা উচিত।

ল্যাপটপ পরিষ্কার করার সময় কখনো ব্লিচিং বা এমনিয়া ব্যবহার করা উচিত নয়। বরঞ্চ সাদা কাপড় দিয়ে ল্যাপটপ পরিষ্কার করলে ল্যাপটপের ব্যবহার আরো দীর্ঘ সময় ধরে করতে পারবেন।

ল্যাপটপের মধ্যে জমে থাকা বিভিন্ন খাবারের কনা পরিষ্কার করার জন্য এয়ার প্রেসার ব্যবহার করতে পারেন। এইভাবে ল্যাপটপের কিবোর্ড এর ভেতরের অংশও পরিষ্কার করতে পারবেন।

নির্দিষ্ট সময় অন্তর ব্রাশ দিয়ে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট, অডিও পোর্টগুলি পরিষ্কার করা প্রয়োজন।

Scroll to Top