ভারতের ধনী ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম অবশ্যই আসবে। তাঁর জীবনযাত্রা নিয়ে প্রায় আলোচনা হয়ে থাকে। তাঁর কাছে এত সম্পত্তি রয়েছে, যে বিশ্বের যেকোনো বিলাসবহুল জিনিস তিনি কিনতে পারেন। আজ জেনে নেওয়া যাক , মুকেশ আম্বানি ও তাঁর ছেলে আকাশ আম্বানি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন?
এটা সকলেই জানেন যে, পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা আম্বানির পরিবার কিনতে পারবে না। তাদের পার্কিংয়ের জায়গায় একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। মুকেশ আম্বানি নিজের বাড়ির বিল্ডিংয়ের তিন তলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছেন। জেনে নেওয়া যাক, মুকেশ আম্বানির পরিবারে কার কোন গাড়ি রয়েছে।
সবচেয়ে দামি গাড়ির মালিক হলেন আম্বানি।
মুকেশ আম্বানির মতো তাঁর ছেলে আকাশ আম্বনিও গাড়ি খুবই পছন্দ করেন। তাঁদের নিজস্ব পছন্দের গাড়ি রয়েছে। তাঁদের কাছে গাড়ি রয়েছে মার্সিডিজ – বেঞ্জ ওয়াগন (mercedes-benz wagon), বেন্টলে বেন্টেগা, রেঞ্জ রোভার ভোগ(Renje Rovar vog), ফ্যান্টাম ড্রপহেড কূপ এবং মেবাস 62। এছাড়াও আম্বানির কাছে ভারতের সবচেয়ে দামি গাড়ি SUV রয়েছে। মুকেশ আম্বানির গাড়ি সংগ্রহের সবচেয়ে দামি গাড়ি হল Menback 62। যার দাম হল ৫.১২ কোটি টাকা। আপনাদের জানিয়ে রাখি ভারতে আম্বানির পরিবার প্রথম এই গাড়িটি কিনেছেন।
আকাশ আম্বানির কাছে রয়েছে BMW 5 সিরিজ- এর গাড়ি, যার দাম হলো কোটি টাকা। গাড়িটি ৫.৪ সেকেন্ডে 100 KMPH গতি ধরে। তাঁর কাছে ল্যাম্বরগিনি উরুস রয়েছে , যার দাম হলো ৩.১৫ কোটি টাকা, এটি দূর্দান্ত স্পোর্টস কার হিসাবে ধরা হয়ে থাকে। এই গাড়িটিও মুকেশ আম্বানি, প্রথম ভারতে কিনেছিলেন। আকাশ আম্বানির কাছে Bentley Bentayga গাড়ি রয়েছে, যার দাম হলো ৪ কোটি টাকা। এই গাড়িটি আকাশ আম্বানি নিজে পছন্দ করেছেন। কখনো কখনো অনন্ত আম্বানিকে এই গাড়ি চালাতে দেখা গেছে। আকাশ আম্বানির আরো একটি গাড়ি হলো রেঞ্জ রোভার ভোগ , যার দাম হলো ৪.১৯ কোটি টাকা।