ভারতে অটোমোবাইল শিল্পে গতি এনেছিল এই পাঁচটি গাড়ী।

ভারতবর্ষ স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্ণ করল। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav)। এই উপলক্ষে আজকের প্রতিবেদনে কিছু ঐতিহাসিক গাড়ি সম্পর্কে আপনাদের জানাবো। যে গাড়িগুলি, ভারতের অটোমোবাইল শিল্পের গতি এনে দিয়েছিল। এমন পাঁচটি গাড়ি সম্পর্কে জানবেন যা ভারতীয় অটোমোবাইল শিল্পকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিল। তবে এর মধ্যে অনেক গাড়ি আজ আর জনসাধারণের মধ্যে নেই, কিন্তু তার ছাপ এখনো মানুষের মধ্যে রয়েছে। চলুন জেনে নিন, সেই ৫টি ঐতিহাসিক গাড়ি (5 Historical Car) সম্পর্কে, যা একসময় মানুষের খুবই পছন্দের ছিল।

১) হিন্দুস্তান অ্যাম্বাসেডর (Hindustan Ambassador )
হিন্দুস্তান অ্যাম্বাসেডর ১৯৫৮ সালে ভারতের হিন্দুস্তান মোটরস দ্বারা নির্মিত হয়েছিল। হিন্দুস্তান অ্যাম্বাসেডর গাড়িটি কে ‘ভারতীয় রাস্তার রাজা'(The King Of Indian Roads) বলা হত। এই গাড়িগুলি বেশিরভাগ ক্ষেত্রে সরকারি অফিস, কর্মকর্তা, রাষ্ট্রদূত, ব্যবসায়ী এবং নেতারা ব্যাবহার করতেন। গাড়িটিকে স্ট্যাটাস সিম্বল হিসাবে দেখা হতো। তবে গাড়িটি আর মার্কেটে নেই, ২০১৪ সালে হিন্দুস্তান মোটর গাড়িটি নির্মাণ বন্ধ করে দেয়।

২) মারুতি ৮০০(Maruti 800)
মারুতি সুজুকি (Maruti Suzuki) দ্বারা মারুতি ৮০০ নির্মাণ করা হয়েছিল ১৯৮৩ সালে। গাড়িটি সিটি কার হিসাবে বিবেচিত, যা ভারতীয় অটোমোবাইল বাজারে বিপ্লব এনেছিল। ভারতীয় অটোমোবাইল বাজারে এই গাড়িটির প্রভাব ছিল সবচেয়ে বেশি এবকনগ ভারতীয় কার বাজারে এই গাড়িটি সবচেয়ে বেশি বিক্রি হইয়াছিল। তবে ৩০ বছর ধরে রাজত্ব করা মারুটি ৮০০-র উৎপাদন ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। এর পরিবর্তে বর্তমানে Auto 800 বাজারে পাওয়া যাচ্ছে।

৩) হুন্ডাই স্যান্ট্রো (Hyundai Santro)
ভারতীয় বাজারে ১৯৯৭ সালে হুন্ডাই স্যান্ট্রো চালু হয়েছিল। গাড়িটি কোরিয়ান অটোমোবাইল কোম্পানি হুন্ডাই দ্বারা নির্মাণ করা হয়েছিল। প্রথম দিকে এটি পারিবারিক গাড়ি হিসাবে বেশ জনপ্রিয় হয়েছিল। পরে কোম্পানি এটির উৎপাদন বন্ধ করে দেয়। দ্বিতীয় বার যখন এটি আবার মার্কেটে ছাড়া হয় তখন আর এই গাড়ির জনিপ্রিয়তা ছিল না। এখন কোম্পানি এই গাড়ির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে।

৪) হোন্ডা সিটি (Honda City)
ভারতীয় অটোমোবাইল বাজারে হোন্ডা সিটি একটি জনপ্রিয় গাড়ি, যা ১৯৯৮ সালে চালু হয়েছিল। গাড়িটি নির্মাণ করেছে হোন্ডা কোম্পানি। তবে এই গাড়িটি আর বাজারে পাওয়া যাবে না। এর পরিবর্তে কোম্পানি গাড়িটির হাইব্রিড সংস্করণও লঞ্চ করেছে। যে গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ১৯.৫ লক্ষ টাকা।

৫) মাহিন্দ্রা স্কোরপিও (Mahindra Scorpio)
ভারতীয় কোম্পানি মাহিন্দ্রা দ্বারা ২০০২ সালে মাহিন্দ্রা স্কোরপিও লঞ্চ করা হয়েছিল। অনেকেরই গাড়িটি দারুণ পছন্দের। এই গাড়ির দ্বারা মাহিন্দ্রা কোম্পানি (Mahindra Pvt Ltd) ভারতীয় অটোমোবাইল শিল্পে আলাদা নাম পেয়েছিল। এটি এখনো জনসাধারণের মধ্যে রয়েছে। এর সাথে কোম্পানি মাহিন্দ্রা স্কোরপিও ক্লাসিক গাড়িও বাজারে এনেছে।

Scroll to Top