কেন্নোর উৎপাতে নাজেহাল আপনিও? রইলো ঘরোয়া উপায়ে সমস্যায় সমাধান

ঘরের মধ্যে অনেক ধরণের পোকা মাকড় থাকে। তার মধ্যে অনেক পোকা মাকড় অনেক জীবাণু বহন করে নিয়ে আসে। বিশেষত বর্ষার দিনে কেন্নো খুবই উৎপাত করে। ঘরের বারান্দায় , ড্রেনের পাশের জানলায় এবং দেওয়ালে উঠতে দেখা যায়। কেন্নো কিন্তু অনেক রোগও বহন করে নিয়ে আসে। তাই আজ ঘরোয়া উপায়ে কেন্নো তাড়াবার পদ্ধতি আপনাদের জানানো।

কম বেশি ঘরে কেন্নো (Millipedes) থেকেই থাকে। বাজারের রাসায়নিক পণ্য কিনে ব্যবহার করলে কিছু সময় মুক্তি পাওয়া গেলে পুরোপুরি রেহাই পাওয়া যায় না। তাই ঘরোয়া উপায়ে বেকিং সোডা এবং লবণ (Salt) দিয়ে তাড়াতে পারেন। কিভাবে ব্যবহার করবেন এগুলো আজকের প্রতিবেদনে সেটি জেনে নিন।

প্রথমে ১ টি পাত্রে ১ লিটার জল ঢালুন। এরপর লবণ দিন ৩ চামচ এবং বেকিং সোডা দিন ২ চামচ। এরপর ভালো করে মিশিয়ে দিন। সেই জলটি স্প্রে বোতলে ঢালুন। এরপর যে জায়গায় কেন্নো দেখতে পাবেন , সেই জায়গাগুলোতে স্প্রে করে দিন। এটি সপ্তাহে ৩ থেকে ৪ বার করুন। অনেকটা কেন্নোর হাত থেকে মুক্তি পাবেন।

এছাড়াও কেরোসিন তেল ব্যবহার করতে পারেন। এটিও ভালো কাজ দেয়। একটি পাত্রে ১ লিটার জলের সাথে ১ লিটার কেরোসিন তেল মিশিয়ে যে জায়গায় গুলো কেন্নো উৎপাত করে, সেই জায়গায় দিয়ে দিন। বিশেষ করে বাগান, জানলা বা দেওয়ালে ছিটিয়ে দিন। কেরোসিন তেলের গন্ধ যেহেতু তীক্ষ্ণ সেহেতু কেন্নো কাছেও আসবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *