স্মার্টফোনের যুগে কীপ্যাড ফোনের ব্যবহার অনেকটাই কমে গেছে। একটা সময় কীপ্যাড ফোনগুলি দারুন বাজার দখল করেছিল। এখনো অনেক মানুষ আছেন যারা, স্মার্টফোনের বদলে কীপ্যাড ফোন ব্যাবহার করতে বেশি পছন্দ করেন। কাজের ক্ষেত্রে ফোনগুলো খুবই সুবিধাজনক। এই ফোনগুলি সাধারণত অনেকক্ষণ চার্জ ধরে রাখতে পারে। তাই যারা শুধুমাত্র কল করতে চান, তারা এই ফোনগুলি ব্যাবহার করে থাকেন। তবে এই ফোনের জন্য কেও আর বেশি অর্থ খরচ করতে রাজি নয়। তাই আজকের প্রতিবেদনে আপনাদের ৫ টি বেস্ট কীপ্যাড ফোনের (Best 5 Keypad Phone) কথা জানাবো, যার মূল খুবই কম। ফোনগুলি ৫০০ টাকার কমে (Low Price) পেয়ে যাবেন। তাহলে চলুন ফোনগুলির নাম জেনে নিন।
খুবই কম দামে উচ্চ ফিচার্স যুক্ত ৫টি ফিচার ফোন
১) রোকটেল ডব্লিউ৭ (Rocktel W7)
অনেকেই আছেন যারা চান ফোনে বেশ দীর্ঘক্ষণ চার্জ থাকুক, তাদের জন্য বেস্ট চয়েস হবে Rocktel W7। ফোনটিতে রয়েছে ১,২০০ mAh ব্যাটারি, যা একবার চার্জ করলে এক সপ্তাহ চলতে সক্ষম। ফোনটির দাম মাত্র ৪৪৯ টাকা। ডুয়েল সিম সার্পটের সঙ্গে পাবেন 2G পরিষেবা। এছাড়া MP3 সার্পটের পাশাপাশি ৮GB পর্যন্ত মেমোরি কার্ড যুক্ত করতে পারবেন। বিশেষ বিষয় হলো, এই ফোনে লাগানো রয়েছে ০.৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
২) আই কাল কে৭৪ (I Kall K74)
অত্যন্ত কম দামে তিনটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে I Kall K74। মাত্রা ৩৭৪ টাকায় পেয়ে যাবেন ফোনটি। এটি 2G সার্পোটেড। এর ব্যাটারি ৮০০mAh, যা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারবে। এছাড়া এই ফোনে রয়েছে রিংটোন, ক্যালকুলেটর, স্টপওয়াচ, ক্যালেন্ডার এবং অ্যালার্মের মতো ফিচার।
৩) রোকটেল আর৩ (Rocktel R3)
৪৪৯ মূল্যে পাওয়া যাবে দুর্দান্ত এই মডেলটি। থাকছে ১০০০ mAh ব্যাটারি ব্যাকআপ। ফটোতোলার জন্য লাগানো রয়েছে 0.3 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। কালো, নীল, সবুজ এবং সাদা কালার কমবিনেশনে মিলবে এটি। এর সাথে গ্রাহককে মনোরঞ্জন দেওয়ার জন্য থাকবে MP3, MP4 এবং 3GP সার্পোট। এছাড়া ৮GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
৪) রোকলেট ডব্লিউ৮ (Rocktel W8)
৪৪৯ টাকায় পেয়ে যাবেন স্টাইলিশ কীপ্যাড যুক্ত ফোন। ফোনে ব্যাক কভারটি ডবল শেড যুক্ত রিমুভেবল। যেখানে রয়েছে কালো, সাদা ও কমলার মিশ্রণ। ১০৫০ ব্যাটারি ব্যাকআপ থাকবে। এর সাথে থাকছে 0.3MP রেয়ার ক্যামেরা। ফোনটি MP3, MP4 এবং 3GP সার্পোটেড, যেখানে স্টোরেজ ৮GB পর্যন্ত বাড়াতে পারবেন।
৫) রোকলেট আর৬ (Rocktel R6)
অনেকেই আছেন যারা মোবাইলে গান শুনতে পছন্দ করেন। তাদের জন্য রোকলেট আর৬ ফোনটি হবে সেরা পছন্দ। ফোনটিতে রয়েছে 3GP, MP4 এবং MP3 মতো মিউজিক পরিষেবা। এর সাথে পাবেন ক্যালকুলেটর, স্টপওয়াচ, ক্যালেন্ডার এবং অ্যালার্মের মতো ফিচার্স। ১০০০ mAh ব্যাটারির সঙ্গে থাকবে ডুয়াল সিম ব্যাবহারের পরিষেবা। এছাড়া ০.৩MP. রেয়ার ক্যামেরাও লাগানো রয়েছে। দুর্দান্ত ফিচার্সের সঙ্গে এই ফোনটির দাম মাত্রা ৪৪৯ টাকা।