ঘরোয়া উপায়ে চকচকে ত্বক পেতে চান? রইলো কিছু উপায়-


সুস্থ, সতেজ, চকচকে ত্বক কে না পেতে চায়! কিন্তু সময়ের অভাবে ত্বকের যত্ন বেশিরভাগ মানুষই নিতে পারেন না। অনেকে ত্বকের উজ্জ্বলতা (Glow) ফিরে পেতে বিউটি পার্লারে (Beauty Parlour) যান। তবে সারাদিন ক্লান্তির কারণে অনেকেই সেটাও করেন না। এইরকম অবস্থায় ত্বক বিবর্ণ হয়ে ওঠে। আজ আমরা কিছু ঘরোয়া উপায় বলবো যার দ্বারা খুব সহজেই সুস্থ, সতেজ ও চকচকে ত্বক পেতে পারবেন।
ত্বকের সজীবতা ফিরে পাবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই। রইলো উপায়-
১. বরফজল (Ice Water)- বাইরে থেকে এসেই ফ্রিজার (Freezer) থেকে বের করে রাখুন কয়েক টুকরো বরফ (Ice)। এরপর সেই বরফকে গলতে কিছু সময় দিন। বরফ গলে গেলে তাতে জল মেশান। এরপর একটি তুলোর বল নিয়ে আলতো আলতো করে জল তুলোতে নিয়ে মুখের ওপর ম্যাসাজ (Massage) করুন। দেখবেন আস্তে আস্তে ত্বকের উজ্জ্বলতা (Glow) বৃদ্ধি পাবে।


২. ফ্রিজে রাখা দুধ (Milk)- ফ্রিজে রাখা দুধও খুবই কার্যকর একটি পদ্ধতি। কিছু দুধ (Milk) একটি বাটিতে নিয়ে তুলোর বলের মাধ্যমে নিয়ে আলতো করে ম্যাসাজ (Massage) করুন। এরপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন তারপর ম্যাজিক! আপনার মুখের জেল্লা দেখে আপনি নিজে চমকে উঠতে পারেন।


৩. গোলাপ জল (Rose Water)- দুধের পরিবর্তে গোলাপ জল (Rose Water) ব্যবহার করতে পারেন। বাজার থেকে কেনা গোলাপ জল (Rose Water) ছাড়াও আপনি গোলাপ জল (Rose Water) বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে লাগবে কিছ পরিমাণে গোলাপ পাপড়ি আর সামান্য কিছু জল। এবার একটি পাত্রে নিয়ে গ্যাসে ফোটান। কিছুক্ষন পর জলের রং পরিবর্তন হতে দেখবেন। তখন গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এরপর ঠান্ডা গোলাপ জল (Rose Water) একইভাবে মুখে লাগান তুলো দিয়ে। মুখ ধুয়ে ফেলার পরে গোলাপের পাপড়ির মতো গোলাপি ত্বক পাবেনই।


৪. গ্রীন টি (Green Tea)- গ্রীন টি (Green Tea) প্যাকেট কেটে কিছুটা বের করে জলে ভিজিয়ে রাখুন। এরপর সেই জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখের জেল্লা এরপর! ম্যাজিক বললেও কম বলা হবে!
এভাবে কিছু ঘরোয়া উপায়ে, কম সময়ে জেল্লাদার ত্বক (Glowing Skin) ফিরে পাবেন খুব তাড়াতাড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *