VPN ব্যবহার করলে পাবেন এই পাঁচটি সুবিধা।

Virtual Private Network যাকে আমরা সাধারণত VPN নামে চিনি। প্লে স্টোরে বহু ভিপিএন রয়েছে, যেগুলি আপনারা ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে চালাতে পারবেন।

অনেকেই তাদের নানা প্রয়োজনে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। তবে ভিপিএন ব্যবহারেরও যে বেশ কয়েকটি সুবিধা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না।

আজকাল এই প্রতিবেদনে আপনাদেরকে জানানো হবে ভিপিএন ব্যবহারের এমন পাঁচটি সুবিধা, যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন।

ডাটা সুরক্ষা:

পাবলিক ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে সুরক্ষা:

ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট ব্যবহারকারী দেশ ব্যক্তিগত ডাটা সুরক্ষিত থাকে। ভিপিএন চালু থাকায় অবস্থায় ইন্টারনেট ব্যবহার করলে আপনারা নিরাপদ ইন্টারনেট পরিষেবা পাবেন। তাছাড়া এনক্রিপটেড অনলাইন নেটওয়ার্ক পরিষেবা ও পাবেন আপনারা VPN এর মাধ্যমে।।

অনেক সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আমাদের প্রয়োজনীয় অনেক ডাটা সেই ওয়াইফাই ব্যবহারকারীর হাতে চলে যায়। এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা যে কোন ভিপিএন ব্যবহার করতে পারেন। ভিপিএন ব্যবহার করে আপনি যদি কোন পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে আপনার কোন রকম ডাটা সেই ব্যক্তির কাছে পৌঁছাবে না এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

এনক্রিপটেড ডেটা:

ভিপিএন ব্যবহারের মাধ্যমে আপনার ডিভাইস প্রয়োজনীয় সমস্ত ডাটা END TO END এনক্রিপশন পদ্ধতি মাধ্যমে সুরক্ষিত থাকবে। আপনার কোন রকম তথ্য হ্যাকারদের কাছে যাবে না এবং আপনার সাইবার সুরক্ষাও থাকবে।

লোকেশন ট্রাকের হাত থেকে বাঁচুন:

অনেক সময় ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের লোকেশন ট্র্যাক করা যায়। ফলে হ্যাকাররা আমাদের লোকেশন এবং ডিভাইসের অনেক কিছুই জেনে নিতে পারে। তবে ভিপিএন ব্যবহার করলে হ্যাকারেরা এবং অন্য কোন ব্যক্তি আপনার প্রকৃত লোকেশন সম্পর্কে জানতে পারবেন না। এর ফলে আপনার ডিভাইসেরও সুরক্ষা এবং আপনিও সুরক্ষিত থাকবেন। এভাবে আপনার মোবাইলের আইপি এড্রেস ও পরিবর্তন হয়ে যায়। যার ফলে হ্যাকারদের এবং অন্য ব্যক্তির পক্ষে আপনার নাগাল পাওয়া খুবই মুশকিল।

ব্লক কনটেন্টের অ্যাকসেস- 

অনেক সময় বিভিন্ন ব্লক-কাউন্টেন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন এর দরকার পড়ে। সাধারণ ইন্টারনেট ব্রাউজার দিয়ে এই সমস্ত কন্টেন্ট গুলির নাগাল পাওয়া যায় না। তবে এই সমস্ত কন্টেন্ট গুলির নাগাল পাওয়ার জন্য আপনার একটি ভিপিএন এর দরকার পড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *