আপনি কি ডায়াবেটিক? লক্ষণ দেখে জানুন।

মানুষ যত আধুনিক হচ্ছে, শরীরে তত বাড়ছে রোগব্যাধির পরিমাণ। অনেকেই নিয়মিত রোগে ভোগেন। যাদের মধ্যে আবার অনেকের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তবে জানেন ডায়াবেটিস (Diabetes) কি? শরীর যখন উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে ব্যর্থ হয় তখনই যে রোগ দেখা যায় তা ডায়াবেটিস নামে পরিচিত। এই রোগ বহুমূত্র রোগ বা মধুমেহ নামেও পরিচিত।

এই রোগ হলে শরীরে বেশ কিছু লক্ষণ বোঝা যায়। বিশেষ করে যে সমস্ত শরীরে এই রোগ রয়েছে সে সব ব্যক্তির পায়ে বেশ কিছু উপসর্গ (Symptoms on Feet) দেখা যায়। যা দেখে এই রোগকে শনাক্ত করা যায়। আজকের প্রতিবেদনে আপনাদের সেই সব লক্ষণ গুলি নিয়েই জানাবো। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন।

ডায়াবেটিস রোগ হলে রোগীদের পায়ে যে ৫টি রোগ দেখা যায়

১) পায়ে ব্যাথা ও ফোলা
ডায়াবেটিস রোগ হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে রোগ আক্রান্ত ব্যক্তিরা পায় ব্যাথা বা বা অসাড়
হওয়ার সমস্যা উপলব্ধি করেন। এটি হজম, মূত্রনালী, রক্তনালী এবং হার্টকেও প্রভাবিত করে থাকে।

২) পায়ে আলসার
এই রোগের ফলে পায়ে আলসার (Foot Ulcer) পরে। ফলে পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। এটি পায়ের পদতলে দেখা যায়। এর ফলে অনেক সময় ত্বক কাটতে হয়, এমনকি বাড়াবাড়ি হলে পা কেটেও বাদ দিতে হয়। তাই পায়ে আলসার দেখা দিলে ডায়াবেটিস রোগের সঠিক চিকিৎসা করানো উচিত।

৩) পায়ের চামড়া শক্ত হওয়া
অনেক সময় পায়ের তলদেশেত ত্বক শক্ত হয়ে যেতে দেখা যায়, যাকে কর্নস বা কলাসও বলা হয়। এটি পায়ের তলদেশে বা আঙুলের মাঝে হয়ে থাকে, যা খুবই কষ্টকর। ডায়াবেটিসের কারণে এই রোগ দেখা যায়। এছাড়া পায়ে ফিটিং জুতো পরলেও এই সমস্যা দেখা দিতে পারে।

৪) নখে ছত্রাক সংক্রমণ
যে সমস্ত ব্যাক্তি ডায়াবেটিস রোগে ভোগেন তাদের পায়ের নখে অনেক সময় ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে। এর ফলে নখের রং বদলে যায় এবং কালচে ভাব দেখা যায়। এছাড়া অনেক সময় পায়ের নখ আঁকাবাঁকা হয়ে যায়। তবে ডায়াবেটিস ছাড়াও পায়ে যে কোনো আঘাতের কারণেও এই ধরণের সমস্যা হতে পারে।

৫) অ্যাথলিট পা
এই ধরণের সমস্যার পায়ের আঙুলে শুরু হয়। এর ফলে পায়ে ছত্রাকের সংক্রমণ, চুলকানি, লালচেভাব এবং ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায়। ডায়াবেটিস রোগ হলে এই ধরণের সমস্যা দেখা যায়। এছাড়া অনেক সময় টাইট ফিটিং জুতো পড়লে পা ঘেমে গিয়েও এই রোগ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *