মহাকাশ নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। অনেকেই জানালা দিয়ে বা ছাদে গিয়ে মহাকাশের দিকে তাকিয়ে থাকেন। কত গ্রহ, তারা, উপগ্রহ, ধূমকেতু মিলিয়ে মহাকাশের রূপ সত্যিই অবর্ণনীয়। মহাকাশের বিষয়ে অনেকেরই রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই আছেন যারা মহাকাশের বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন। কোথায় নতুন কোন গ্রহ আবিষ্কার হলো, কোন গ্রহে জল পাওয়া গেল এইসবের খোঁজ অনেকেই করতে ভালোবাসেন।
এবার মহাকাশে ঘোরারই (Space Travel) সুযোগ করে দিচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA)। বাড়িতে বসেই মহাকাশে ঘোরার সুবিধা পাবেন আপনারা।
মহাকাশপ্রামীদের এই আশা পূরণ করবে নাসা। মহাকাশের আনাচে-কানাচে ঘুরিয়ে দেখাবে নাসা, তাও সম্পূর্ণ বিনামূল্যে। একটা OTT এর মত একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম (NASA Streaming Platform) লঞ্চ করতে চলেছে নাসা। এখানে আপনারা মহাকাশের বিভিন্ন ভিডিও, ছবি দেখতে পারবেন। এমনকি মহাকাশকে খুব কাছ থেকে দেখার সুযোগ মিলবে।
বিভিন্ন মহাকাশযানের হাত ধরে নাসা যে সমস্ত ছবি এবং ভিডিও এতদিন ধরে সংগ্রহ করেছেন সেই সমস্ত ছবি এবং ভিডিও আপনারা দেখতে পারবেন। থাকবে বিভিন্ন সিরিজ। চলতি বছরের শেষের দিকেই নাসা প্লাস নামক স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনতে চলেছে নাসা।
অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ব্যবহারকারীরা সুযোগ পাবেন নাসার এই NASA PLUS প্রজেক্টের অংশ হতে। তিনটি মাধ্যম থেকেই আপনারা এই প্লাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
আপাতত প্রাথমিকভাবে অ্যাপটি(Space Travel app) উন্নত করার কাজ করে চলেছে নাসা। চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হবে প্লাটফর্মটি। মহাকাশ প্রেমীরা এবার বাড়িতে বসেই মহাকাশের আনন্দ নিতে পারবেন।