অ্যান্ড্রয়েড এর এই ভার্সনগুলিতে আর চলবে না প্লে স্টোর, আপনারটি তালিকায় আছে?

বর্তমানে প্রায় সকলের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। কোন কোন পরিবারে তো দুই বা ততোধিক অ্যান্ড্রয়েড মোবাইলও রয়েছে। দৈনন্দিন অনেক কাজকর্ম, সোশ্যাল মিডিয়া, অনলাইন কাজ, পড়াশোনা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি। আরে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়েই একটি বড় খারাপ খবর শোনালো গুগল সংস্থা।

অ্যান্ড্রয়েড ফোনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হলো গুগল প্লে স্টোর। প্লে স্টোর ছাড়া আমাদের এন্ড্রয়েড ফোন কার্যত একপ্রকার অচল বলা চলে। বিভিন্ন অ্যাপ ইন্সটল করা থেকে শুরু করে অ্যাপ আপডেট করা, অ্যাপ এর বিটা ভার্সন উপলব্ধ করা ইত্যাদি বহু কাজে ব্যবহার করা হয় গুগল প্লে স্টোর। তাছাড়া টাকা পয়সা Redeme করতে গেলেও গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়।

তবে গুগল একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট একটি ভার্সনের এন্ড্রয়েড মোবাইলে আর প্লেস্টোর ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই সমস্ত ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে নতুন কোন অ্যাপ ইন্সটল করতে পারবেন না এবং মোবাইলে থাকা অ্যাপগুলি প্লে স্টোরের মাধ্যমে আপডেট করতে পারবেন না।

আগস্ট মাসের শুরু থেকে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট থেকে প্লে স্টোরের ব্যবহার করার সুবিধা সরানো শুরু করবে গুগল। প্লে স্টোর সার্ভিস বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হবে।

Android 4.4 KitKat ২০১৩ সালে লঞ্চ হয়েছিল। এটি ১০ বছরের পুরনো একটি সংস্করণ। google জানিয়েছে যে এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের মাত্র এক শতাংশ ব্যবহারকারীরা এই ভার্সনটি এখনো ব্যবহার করে থাকেন। তবে সম্প্রতি এই ভার্সন গুলিতে এবার থেকে আর গুগল প্লে স্টোরের সুবিধা পাওয়া যাবে না।

তবে সিস্টেম আপডেট হলে হয়তো ব্যবহারকারীরা google প্লে স্টোর ব্যবহার করতে পারবেন। অথবা গুগলের অন্যান্য ওয়েবসাইট থেকে অর্থাৎ তৃতীয় পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সুযোগ থাকছে তাদের।

Scroll to Top